দেবব্রত ঘোষ: অনুমতি ছাড়াই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা? নবান্ন সভাঘরের সামনে থেকে এক ব্যক্তিকে আটক করল পুলিস। কী উদ্দেশ্য নবান্নে এসেছিলেন? কেনই-বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিলেন? ধৃত ব্য়ক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: Birbhum: কর্তব্যরত নার্সকে মারধর, নোংরা গালাগালি! হাসপাতালে দাদাগিরি তৃণমূল কাউন্সিলরের…
ঘটনাটি ঠিক কী? আজ, সোমবার আদিবাসী ও পিছিয়ে পড়া জনজাতির জন্য যে উপদেষ্টা পরিষদ তৈরি করেছে রাজ্য সরকার, সেই উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল নবান্ন ঘরে। বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুলিস সূত্রে খবর, বৈঠক ততক্ষণে শেষ। বাইরে অপেক্ষা করছিলেন এক ব্য়ক্তি। নবান্ন সভাঘর যখন বেরোচ্ছিলেন, তখন নিরাপত্তা বেষ্ঠনী ভেদ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন তিনি। ওই ব্যক্তিকে আটক করে পুলিস।
পুলিস সূত্রে খবর, ধৃতের নাম শেখ সমীরুল। হাওড়ার বাঁকরা এলাকার বাসিন্দা তিনি। পেশায় কাপড়ের ব্য়বসায়ী। কিন্তু লকডাউনের সময় থেকে ব্যবসায় মন্দা যাচ্ছিল তাঁর। স্ত্রী ছেড়ে যান। এখন মানসিক অবসাদে ভুগছেন সমীরুল। কোনও অনুমতি ছাড়াই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা এসেছিলেন তিনি।
এদিকে আদিবাসী ও পিছিয়ে পড়া জনজাতির জন্য উপদেষ্টা পরিষদ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি, মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। কিন্তু বৈঠকে যোগ দেননি তিনি। তাঁর অভিযোগ, আদিবাসী অনেক সমস্যা। সেইসব সমস্যার কথা বৈঠকে আলোচনাও হয় না, সমাধানও হয় না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)