মৌমিতা চক্রবর্তী: যোগ্য ব্যক্তিরা যেন বঞ্চিত না হন। যোগ্য আদিবাসীরা যাতে কাস্ট সার্টিফিকেট পান তা নিশ্চিত করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে আদিবাসী উপদেষ্টা কমিটির বৈঠকে একথা সাফ জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদের জমি, তাদের জন্য সরকারি বিভিন্ন প্রকল্প নিয়েও কথা ওঠে ওই বৈঠকে।

আরও পড়ুন-কসবাকাণ্ডে বিহার-যোগ! কাউন্সিলরের উপর হামলার নেপথ্যে ৩ শার্প শ্যুটার…

রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোত্স্না মান্ডি বলেন, আদিবাসীদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের কথা জনেনই না আদিবাসীরা। সরকারি প্রকল্পগুলির কথা বিডিওদের এলাকায় প্রচার করতে হবে। এর একটা ব্যবস্থা হওয়া প্রয়োজন।

রাজ্য সরকার বারেবারেই পর্যটনস্থলগুলিতে হোম স্টে-র কথা বলে আসছে। কিন্তু সমস্যা হল আদিবাসী এলাকায় হোম স্টে তৈরি করছেন বাইরের লোকজন। এতে আদিবাসীদের কোনও উপকার হচ্ছে না। আদিবাসীরা যাতে হোম স্টে তৈরি করতে পারেন তার জন্য তাদের সরকারি অনুদান দিয়ে সাহায্য করতে হবে। আদিবাসীদের যাতে ওইসব ক্ষেত্রে যুক্ত করা যায় তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সূত্রের খবর, এমনই একটি কথা ওঠে বৈঠকে।

আদিবাসী মানুষজনের জমি কেউ নিতে পারবে না। এমনটা কথা জোর দিয়ে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আদিবাসীদের জন্য টাকা দিচ্ছে না কেন্দ্র। আদিবাসী উন্নয়নের জন্য কোনও পরিকল্পনা থাকলে বলুন। আদিবাসী অঞ্চলে হোম স্টে-র উপরে জোর দিতে হবে। এক্ষেত্রে আদিবাসীরা যাতে   সুযোগ পান তা দেখতে হবে। তাদের যথাযত প্রশিক্ষণ দেওয়া হবে।

সূত্রের খবর, রাজ্যের ৪০টি আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন ভাষাভাষী মানুষকে একত্রিত করতে ৪ জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আদিবাসী সমাজ নিয়ে সমতলে আরও প্রচার করতে হবে। বৈঠকে বলা হয়, আদিবাসী উন্নয়ণের জন্য সরকারের দরজা সবসময় খোলা। সেখানে কোনও রঙ দেখা হবে না। আদিবাসীদের জমি দখল করলে কড়া ব্যবস্থা নেবে সরকার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version