জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের প্রেমে পড়েছেন সুপারস্টার আমির খান (Aamir Khan)। গল্প নয়, একথা সত্যিই। ৬০ ছুঁই ছুঁই নায়ক আবারও জড়িয়েছেন নয়া সম্পর্কে। সূত্রের খবর, সেই সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস আমির। বেঙ্গালুরুর এক নারীর প্রেমে পড়েছেন তিনি। ইতোমধ্যে নাকি পরিবারের সঙ্গে তাঁর পরিচয়ও করিয়ে দিয়েছেন।
আরও পড়ুন- Neha Dhupia faints on Roadies XX sets: শ্যুটিঙে বিপত্তি! রোডিজের সেটে জ্ঞান হারালেন নেহা…
কিন্তু কে এই নারী। শোনা যাচ্ছে তাঁর সঙ্গে সিনেমা ইন্ডাস্ট্রির কোনও সম্পর্ক নেই। কিছুদিন আগে ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছিল আমির খানের। সেই কারণেই নাকি কিরণের সঙ্গে বিয়ে ভাঙে অভিনেতা। তবে সেই সম্পর্কের কথা স্বীকার করেননি কেউ। তবে জানা যাচ্ছে, আমিরের প্রেমিকা ফতিমা সানা শেখ নন, বেঙ্গালুরুর এক নারী। তাঁর সঙ্গে ইতোমধ্যেই পরিবারের সঙ্গে নেই নারীর পরিচয় করিয়েছেন মেগাস্টার। সেই আলাপচারিতায় খুশি পরিবার, এমনটাই খবর।
লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরে একেবারে ছাপোষা জীবন কাটাতেই ভালোবাসেন আমির খান। এই কারণে তাঁর জীবন নিয়ে মানুষের আগ্রহও অনেক বেশি। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ফের প্রেমে পড়েছেন নায়ক। এবার জানা গেল সেই খবর সত্য়ি। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।
আরও পড়ুন- Saif Ali Khan Stabbing Case: আঙুলের ছাপ মেলেনি, মিলেছে মুখ! বাংলাদেশি শরিফুলই সইফকে মেরেছে ছুরি…
প্রসঙ্গত, ১৯৮৬ সালে রীনা দত্তকে প্রথম বিয়ে করেছিলেন আমির খান। রীনার সঙ্গে তাঁর দুই সন্তান, জুনেইদ খান ও আয়রা খান। সম্প্রতি বলিউডে ডেবিউ করেন জুনেইদ। যদিও অভিনয়ে আগ্রহ নেই আয়রার। সম্প্রতি আমিরের জিম ট্রেনারের সঙ্গে বিয়ে করেন তিনি। ২০০২ সালে বিচ্ছেদ ঘোষণা করেন তাঁরা। বিচ্ছেদ হলেও তাঁরা পাশাপাশিই থাকেন। একে অপরের সঙ্গে প্রায়ই দেখা যায় তাঁদের। ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির। ১৫ বছর সংসারের পর ২০২১ সালে ডিভোর্স ঘোষণা করেন তাঁরা। তাঁদের এক ছেলে আজাদ। বিচ্ছেদের পরেও একই বিল্ডিংয়েই থাকেন তাঁরা। এবার জানা গেল, ফের সম্পর্কে জড়িয়েছেন আমির।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)