ভবানন্দ সিং: ভাগ্নি মোবাইলে কথা বলায় চ্যালা কাঠ দিয়ে মেরে ভাগ্নিকে চিরঘুমে পাঠালো মামা। মামার এই ‘তালিবানি’ শাসনে চাঞ্চল্য উত্তর দিনাজপুরে। মামার মারে গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন ছিল ওই নাবালিকা। চিকিৎসাধী অবস্থাতেই ওই নাবালিকার মৃত্যু হল রায়গঞ্জ মেডিকেলে। এই ঘটনায় হাসপাতাল চত্ত্বরেই পুলিসের হাতে আটক অভিযুক্ত মামা।
পুলিসের তরফে সরকারিভাবে এখনও এই বিষয়ে কিছু জানানো না হলেও পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল কালিয়াগঞ্জ থানা এলাকা। রবিবার সন্ধ্যায় ভাগ্নি কারও সঙ্গে ফোনে কথা বলছিল। আর তখনই তার মামা ফোনে কথা বলার প্রতিবাদ করে। ভাগ্নির মাথায় বেপরোয়াভাবে চ্যালাকাঠ দিয়ে আঘাত করে বলে অভিযোগ। তাতে গুরুতর জখম হয় ভাগ্নি। রক্তাক্ত অবস্থায় ভাগ্নিকে প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই রাতেই রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়।
সোমবার রাতে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ওই নাবালিকার। ঘটনার খবর পেয়ে পুলিস রায়গঞ্জ মেডিকেলে পৌঁছয়। হাসপাতাল চত্বর থেকেই অভিযুক্ত মামাকে আটক করে। ভাইয়ের হাতে মেয়ের মৃত্যুর পর কথা হারিয়েছে মা। হাসপাতালে মেয়ের দেহ আগলে বসে আছে শোকে পাথর হয়ে। নিজের অপরাধ কবুল করেছে অভিযুক্তও। ঘটনার তদন্তে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)