বিশ্বজিত্ মিত্র: রাজ্যে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার পর এবার নদিয়ার কল্যাণী। আচমকা বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে কল্যাণীর রথতলা। বিস্ফোরণের দাপটে উড়ে গেল একটি বাজি কারখানা-সহ বেশ কয়েকটি বাড়ি। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিস্ফোরণের আগুনে পুড়ে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন-কয়েকশো মহিলা কয়েদিকে জেলের ভিতরই ধর্ষণ, জীবন্ত পুড়িয়ে হত্যা! স্তম্ভিত বিশ্ব…
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিস বাহিনী ও দমকল। তবে তার আগেই স্থানীয় মানুষজন আগুন নেভানোর কাজ হাত লাগান। ঠিক কীভাবে ওই বিস্ফোরণ হল তা এখনও স্পষ্ট নয়। এর আগে পূর্ব মেদিনীপুরের এগরা, দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি ও মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল।
সবিস্তারে আসছে…..
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)