জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এফসি গোয়া-কেরালা ব্লাস্টার্স ম্যাচের দিকে গত শনিবার মোহনবাগান সমর্থকদের চোখ ছিল| গোয়া হারলেই আজ, রবিবার ওড়িশা এফসি ম্যাচে নামার আগেই লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেত মোহনবাগান।  গতকাল গোয়া তো হারেইনি, উল্টে ২-০ গোলে কেরালা ম্যাচ জিতে, নিজেদের লিগ শিল্ড জয়ের আশা জিইয়ে রাখে। 

আরও পড়ুন:  IND vs PAK Champions Trophy 2025: বল গড়ানোর আগেই রোহিতদের বিশ্বরেকর্ড! এতদিন ডাচদের ছিল যা, এখন ভারতের হল তা…

রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে, ওড়িশাকে হারিয়েই মোহনবাগান চেয়েছিল লিগ শিল্ড ধরে রাখতে। কিন্তু এদিন হোসে মোলিনার শিষ্যরা দুই অর্ধ মিলিয়ে যে ভাবে ভূরি ভুরি গোলের সুযোগ নষ্ট করলেন, তাতে ৫৭ হাজার দর্শককে একরাশ আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হত| কিন্তু ফুটবল বিধাতার পরিকল্পনা ছিল একটু আলাদাই| দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দিমিত্রিওস পেত্রাতোসের গোলে মোহনবাগান ১-০ গোলে ওড়িশাকে হারিয়ে ফের ভারতসেরা হল| আইএসএলের প্রথম ক্লাব হিসেবে ব্যাক-টু-ব্যাক লিগ শিল্ড জয়ের রেকর্ড করল সবুজ-মেরুন!

ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ ছিল দুই দলের কাছেই| কিন্তু কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি| মোহনবাগান গোলের লক্ষ্যে আটটি শট নিয়েছিল, ওড়িশার ছিল তিনটি শট| মোহনবাগান পাঁচটি কর্নারও আদায় করে নিয়েছিল, সেখানে ওড়িশার অনুকূলে একটি! রডরিগেজ, কোলাসো, মনবীর, রালতে, জেমি, আলড্রেডরা বারবার সুযোগ তৈরি করেও সদ্ব্যবহার করতে পারেননি| একই অবস্থা হয়েছিল ওড়িশার বুমোস, রাহুল, মৌরতাদাদের! বিরতির আগে গ্যালারি বারবার হতাশ হয়েছে! বিরতির পরে মোহনবাগান খেলায় ঝাঁজ বাড়িয়ে বারবার ওড়িশার বক্সে ঢুকে পড়ছিল| কিন্তু তবুও ফিনিশ করার কাউকে পাওয়া যাচ্ছিল না|

সবিস্তারে আসছে…

আরও পড়ুন:  Virat Kohli-Babar Azam | IND vs PAK Champions Trophy 2025: ‘চুপ মুহূর্ত চুপ’; বাবরের পিঠে বিরাটের হাত, মহাযুদ্ধের ভাইরাল ছবি দেখলেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version