অয়ন ঘোষাল: শীত শেষে বৃষ্টির সম্ভাবনায় গ্রীষ্ম শুরু। শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায়। দার্জিলিঙে বৃষ্টি তুষারপাত রবিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ক্রমশ তাপমাত্রা বাড়বে। মার্চ মাসের শুরুতেই তিন/চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। এটি বর্তমানে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির উপর দিয়ে পাস করছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামীকাল ২রা মার্চ। রাজস্থানে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এলাকা। এই নিম্নচাপ এলাকা থেকে পাকিস্তান পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। যে অক্ষরেখার বিস্তৃতি রয়েছে মধ্য মহারাষ্ট্র এবং গুজরাট এলাকায়। আসামের উপর রয়েছে একটি ঘুর্নাবর্ত যেটি অরুণাচল প্রদেশ এলাকায় বিস্তৃত।
দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা দুটোই বাড়বে। উইকেন্ডে জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যেতে পারে। সকালে হালকা কুয়াশা। পরে আংশিক মেঘলা আকাশ। আগামী ২৪ ঘণ্টায় দিনে আংশিক মেঘলা আকাশ। কাল থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আর নেই।
উত্তরবঙ্গের দার্জিলিঙ ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় ফের হালকা তুষারপাত। সিকিমে তুষারপাতের প্রভাব দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। আগামীকাল শুধু দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা থাকবে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবার সম্ভাবনা। পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে।
বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং. আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি কালিম্পং জেলাতে। কলকাতায় আরও একটু বাড়ল রাতের তাপমাত্রা। আগামী দুদিন আরও বাড়বে তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা। বেলার দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কাল থেকে পরিষ্কার আকাশ। ক্রমশ তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে পৌঁছতে পারে।
কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৯৬ শতাংশ। এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকাল কেরল মাহেতে।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দিল্লিতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)