জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিন তিনেক আগে সল্টলেক স্টেডিয়ামে, বেঙ্গালুরু এফসি-র সঙ্গে ১-১ ড্র করে, এবারের মতো ইস্টবেঙ্গলের (East Bengal) আইএসএল (ISL 2024-25) অভিযান শেষ হয়ে যায় |
অস্কার ব্রুজোর টিম আইএসএলের অতীত ভুলে, এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) হাত ধরে নতুন আশায় বুক বেঁধেছিলেন| কিন্তু আইএসএলের দুঃস্বপ্ন বিদেশি লিগেও তাড়া করল! বুধবার সন্ধ্যায়, তুর্কমেনিস্তানের শক্তিশালী দল এফসি আর্কাদাগের বিরুদ্ধে ঘরের মাঠে, এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে ১-০ গোলে হেরে গেল মশালবাহিনী!
এদিন খেলা শুরুর আট মিনিটেই আর্কাদাগের মিডফিল্ডার ইয়াজগিলচ গুরবানভের গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল! দ্রুত কয়েকটি মুভে গুরবানভ, লাল-হলুদের রক্ষণের প্রাচীর ভেদ করে, বাঁ-দিক ঘেঁষে কোনাকুনি শটে প্রভসুখন গিলকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন|
১৩ মিনিটে ফ্রি-কিক পেয়েছিল ইস্টবেঙ্গল কিন্তু সাউল ক্রেসপো বারপোস্ট থেকে বহু দূরে শট মারলেন| বিরতির আগে দিমিত্রিওস দিয়ামানতাকোস, মেসি বাউলিরা সুযোগ পেলেও গোল শোধ করতে পারেননি| দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলে অনেক বেশি আক্রমণাত্মক খেলছিল | অস্কারের শিষ্যরা গোলের সুযোগও তৈরি করছিলেন| ৬৯ মিনিটে রিচার্ড সেলিস ছয় গজ দূর থেকে, হেডে যে গোল মিস করলেন! তা দেখে গ্যালারির প্রায় ২৫ হাজার দর্শকের কপালে হাত পড়ে গেছিল| এই গোলটা হলে লাল-হলুদ অন্তত ড্র করতে পারত| এদিন ইস্টবেঙ্গল যে অধিকাংশ সময়ে প্রতিপক্ষের অর্ধে খেলল, তার আর কোনও দাম থাকল না| বলা যেতে পারে, বিদেশি দল কোনও আহামরি ফুটবল না খেলেও তিন পয়েন্ট নিয়ে চলে গেল!
২০২৩ সালের আর্কাদাগের জন্ম হলেও তাদের ট্র্যাকরেকর্ড দুর্দান্ত| অভিষেকের মরসুমে তুর্কমেনিস্তানের এক নম্বর লিগ-ইয়োকারি লিগায় সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় তারা। পরের মরসুমেও গত মরসুমের ফোটো কপি| তুর্কমেনিস্তানের লিগে একশো শতাংশ জয়| ভাবলে অবাক হতে হয় যে, আনায়েভ ডোভলেট মাইরাটের দল সম্পূর্ণ বিদেশিহীন। সকলেই তুর্কমেনিস্তানের!
এই দলের ব্যাপারে লাল-হলুদ কোচেরও তেমন হোমওয়ার্ক ছিল না! আগামী ১২ মার্চ আর্কাদাগের ঘরের মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচ খেলবেন মেসিরা| নিঃসন্দেহে লড়াই আরও কঠিন হবে, তা এক সপ্তাহ আগেই বলে দেওয়া যায়|
এদিন যদিও ম্যাচ শুরুর আগেই ইস্টবেঙ্গল বড় ধাক্কা খেয়েছে! যুবভারতীতে আইএসএলের সাইনবোর্ডগুলি কালো কাপড়ে ঢাকা ছিল। তবে আজ অত্যাধিক হাওয়ার ফলে সেই কালো কাপড় উড়ে যাওয়ায়, আইএসএলের সাইনবোর্ডগুলি দেখা গিয়েছিল, যা একেবারেই ফিফার নিয়ম বিরুদ্ধ| ম্যাচ কমিশনারের চোখে পড়তেই তিনি সঙ্গে সঙ্গেই লক্ষাধিক টাকা জরিমানা করেন ইস্টবেঙ্গলকে!
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)