জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল (Champions Trophy 2025 Final), রোহিত শর্মার ভারত দুবাইয়ে মুখোমুখি মিচেল স্যান্টনারের নিউ জ়িল্যান্ডের (IND vs NZ)। দেশের ক্রিকেট অনুরাগীদের আর বিন্দুমাত্র তর সইছে না। উত্তেজনার পারদে চরমে। আইসিসি টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর ফের, ভারত আইসিসি ইভেন্টের ফাইনালে। সকলেই চাইছেন ফের ভারতের হাতেই উঠুক ট্রফি। প্রথম সেমিফাইনালে ভারত৪ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে। ওদিকে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে কিউয়িরা ফাইনালে। 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ২০০০; সেবারও নিউ জ়িল্যান্ড-ভারত! ওই ১১জন এখন কী করেন?

টুর্নামেন্টের সেরা দুই দল এবার শিরোপা জেতার লড়াইয়ে। রবিবাসরীয় ফাইনালের বল গড়ানোর আগে একবার জেনে নিন যে, চ্যাম্পিয়ন হলে রোহিতরা কত টাকা পাবেন? গতবছর ১ ডিসেম্বর থেকে জয় শাহ শুরু করেছেন তাঁর নতুন ইনিংস। গ্রেগ বার্কলের জুতোয় পা গলিয়ে আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয়। পঞ্চম ভারতীয় হিসাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার শীর্ষ পদে তিনি। জয় চেয়ারে থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে, বিরাট কিছু ঘটবে তা আগেই আন্দাজ করা গিয়েছিল। এবার টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কারমূল্য ঘোষণা করে দিয়েছিল। ২০১৭ সালের চেয়ে ৫৩ শতাংশ বেড়ে যা দাঁড়িয়েছে ৫৯ কোটি টাকা!

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

আরও পড়ুন: অবসরে দেশের ৩ মহানক্ষত্র! রবিবাসরীয় ফাইনালের পরেই ভাঙবে বুক, এখনই মন শক্ত করুন…

চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারলে রোহিতরা পাবেন ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি ৪৫ লক্ষ টাকা)। রানার্স আপের পকেটে আসবে ১.২১ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায়  ৯.৭২ কোটি টাকা)। সেমিফাইনালে পরাজিত দুই দলের জন্য ধার্য করা হয়েছে পাবে ৫ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার বা ৪.৮৭ কোটি টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা টিম ৩.০৪ কোটি টাকা করে পেয়েছে। সপ্তম ও অষ্টম স্থানে শেষ করা দলের পকেটে ঢুকেছে ১.২১ কোটি টাকা করে পাবে। এছাড়া গ্রুপ পর্বে বিজয়ীদের জন্য রাখা হয়েছে ২৯ লক্ষ টাকা করে।  

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version