জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন প্রজন্মের জনপ্রিয় জুটিগুলো মধ্যে অন্যতম তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) ও বিজয় ভার্মা (Vijay Varma)। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, তাঁদের জুটি পছন্দ করে দর্শক। তবে এবার তাঁদের সম্পর্ক ভাঙার গুঞ্জন বলিউডে। শোনা যাচ্ছে, বিয়ে নিয়ে মতামত ভিন্ন হওয়ায় তাঁদের প্রেম ভেঙেছে। এই বিষয়ে মুখ না খুললেও প্রেম নিয়ে তামান্নার একটি ভিডিয়ো ভাইরাল। 

আরও পড়ুন- Ahona Pregnancy: বিয়ের খবরের ২ মাসের মধ্যেই সুখবর! অগাস্টেই মা হচ্ছেন অহনা…

বিচ্ছেদের আবহে প্রথমবার সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন তামান্না। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ‘ভালোবাসা সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। শর্তহীন। ভালোবাসা সবসময়ই একতরফা। দু’জন মানুষ একে অপরকে নিজেদের মতো করে ভালোবাসেন। সেখানে ব্যক্তি রসায়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি যাঁকে ভালোবাসব, তাঁকে মুক্ত বিহঙ্গের মতো রাখব’, বলেন অভিনেত্রী। 

‘বাহুবলি’খ্যাত নায়িকা তামান্না ভাটিয়া আর অভিনেতা বিজয় ভার্মার প্রেমের সম্পর্কের খবর কারো অজানা নয়। গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, বিয়ে করতে চলেছে এই জুটি। এমনকী সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় তাঁদের অন্তঃরঙ্গ ছবি। তবে হঠাৎ বদলে গেল সম্পর্কের সমীকরণ। জানা যাচ্ছে, বেশ কিছুদিন আগেই নাকি ভেঙে গেছে এই জুটির প্রেম।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

তামান্না ও বিজয়ের এক কাছের মানুষই সংবাদমাধ্যমে এই খবর জানিয়েছেন। সূত্রের দাবি, “এক সপ্তাহ আগে তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। তবে তাঁরা ভাল বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখার পরিকল্পনা করেছেন।” প্রেম থেকে পরিণয়ের পথে ছিল যে প্রেম, সেই সম্পর্ক কেন ভেঙে গেল, তা অবশ্য জানা যায়নি। এমনকি, তামান্না-বিজয়ও বিষয়টি এখনও কোনও কথা বলেননি।

আরও পড়ুন- Jacqueline Fernandez: নারী দিবসে জ্যাকুলিনের চমক! বাংলা গান গাইলেন অভিনেত্রী…

কঙ্কনা সেন শর্মা পরিচালিত অ্যান্থোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ টু’, যেখানে চারটি গল্প মিলে তৈরি সিনেমা। সেই ছবিতে অভিনয় করেন তামান্না-বিজয়। মূলত, এই সিনেমার শুটিং সেট থেকেই তাঁদের প্রেম। সেখান থেকেই তাঁদের প্রেমের গল্পের সূচনা।

২০২৩ সালে তামান্না ভাটিয়া আর বিজয় ভার্মার চুম্বনের ভিডিয়ো ফাঁস হয়। তারপরই তাঁদের প্রেম নিয়ে হইচই পড়ে যায় বলিউডের অন্দরে। পরবর্তীতে প্রেমের সম্পর্কে থাকার কথা স্বীকারও করেন এই যুগল। সম্পর্ক নিয়ে এতটাই সিরিয়াস ছিলেন তাঁরা, যে বিয়ের পরিকল্পনাও করছিলেন তবে এরই মাঝে বিচ্ছেদের খবরে হতাশ তাঁদের অনুরাগীরা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version