কিরণ মান্না: চার বছরের ছেলেকে চুরি করার অভিযোগ। ঘটনাটি ঘটে, নন্দীগ্রাম এক ব্লকের শিমুলকুন্ডু গ্ৰামে। জানা গিয়েছে, গৃহশিক্ষক-সহ পাঁচ জনকে গ্ৰেফতার করে নন্দীগ্রাম থানার পুলিস। ট্রলি ব্যাগে করে নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
জানা গিয়েছে, শিশুর পরিবারের বাবা, মা ও নয় বছরের দিদি আছে। বাবার চা দোকান, ও মা রুটি ফেরি করে গ্ৰামে গ্ৰামে। প্রতিদিন সকালের মত গতকালও বাবা, মা ব্যবসার কাজে বাইরে বেরিয়ে যায়। সেই সুযোগে শিশুটির দিদির টিউশন মাস্টার পড়ানোর নাম করে খুব ভোরে ঘরের মধ্যে ঢুকে পড়ে। নয় বছরের মেয়েটির হাতে দড়ি দিয়ে বেঁধে রেখে, চার বছরের বাচ্চাকে মুখে কাপড় ঢুকিয়ে নিয়ে পালায়। পরে এলাকায় জানাজানি হতে বাচ্চাটির দিদি সব বলে দেয়।
পরে পথে যেতে যেতে নন্দীগ্রাম দুই ব্লকের ঘোল পুকুর এলাকায় বাচ্চাকে ফেলে পালায়। পরে পুলিস ঘটনাস্থলে পৌঁছে। বাচ্চাকে উদ্ধার করে। দীর্ঘ তল্লাশি চালিয়ে গৃহশিক্ষক-সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিস। জানা গিয়েছে, বাচ্চাটিকে নেশাজাতীয় কিছু ব্যবহার করে তাকে নিস্তেজ করে রেখেছিল। যাতে করে সে নিশ্বাস নিতে পারে, তাই ট্রলির চেন খুলে রেখেছিল অভিযুক্তরা। আরও জানা গিয়েছে, গৃহশিক্ষকের মা, বউও জড়িত। পাঁচ জনের মধ্যে এক নার্সিং ছাত্রী ও আছে। রবিবার কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, অমানবিক চিত্র নদিয়ায়। নিজের মেয়েকে প্রথমে রাস্তায় আছাড় মেরে পরে কৃষ্ণনগর জলঙ্গি ব্রিজের উপর থেকে নদীতে ফেলে দিয়ে হত্যা করার অভিযোগ বাবার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে নদিয়ার ধুবুলিয়া থানার পুলিস। অভিযোগ, স্ত্রী-র অন্যত্র সম্পর্ক আছে বলে কয়েকদিন সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। শুক্রবার হোলির দিন ও অশান্তি হয়। স্বামী বাড়ি থেকে বের হয়, রাতে বাড়ি ফিরে দেখে স্ত্রী বাপের বাড়ি গিয়েছে তার চার বছরের মেয়েকে বাড়িতে রেখে।
আরও পড়ুন:PK Banerjee: প্রয়াত ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাড়হিম খুন!
১২ নং জাতীয় সড়ক দিয়ে নিয়ে গিয়ে জলঙ্গি সেতুর কাছে গিয়ে মেয়েকে প্রথমে রাস্তায় আছাড় মারে। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে জলঙ্গী নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয় বলে অভিযোগ। এরপর বাড়িতে গিয়ে অভিযুক্ত তার নিজের মাকে জানায়, তার মেয়েকে সে মেরে ফেলেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)