নান্টু হাজরা: নিউটাউন থানায় মহিলা সাব ইন্সপেক্টরকে ধাক্কাধাক্কি এবং শীলতাহানির অভিযোগের গ্রেফতার ২। মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। গ্রেফতার করল নিউটাউন থানার পুলিস। শনিবার ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে। পুলিস সূত্রে খবর, শনিবার সন্ধ্যা বেলায় ২ যুবক মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে সেক্টর ফাইভের দিক থেকে নিউটাউনের দিকে যখন আসছিল সেই সময় বলাকা আবাসনের কাছে ডিভাইডারে ধাক্কা মারে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

অত্যন্ত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল বলে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে। নিউটাউন থানার পুলিস গাড়ি-সহ দুজনকে আটক করে নিয়ে আসে। দুই অভিযুক্তকে যখন থানায় নিয়ে আসা হয় তখন কর্মরত ডিউটি অফিসার মহিলা সাব ইন্সপেক্টর তাদের নাম জিজ্ঞাসা করে। তখন ওই মহিলা অফিসারের গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কি করে এবং পোশাক ধরে টানাটানি করে বলে অভিযোগ।

এরপরেই পুলিসের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে। এদিন বারাসাত আদালতে তোলা হচ্ছে অভিযুক্ত ওই দুই যুবককে। কলকাতা শহরে এধরনের ঘটনায় হতবাক সকলেই। কিছুদিন আগ, অন্ধ্রপ্রেদেশের ভেপাডা মণ্ডলের গুডিভাদা গ্রামের ভেনুগোপালস্বামী মেলায় একদল মদ্যপ যুবক সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য থামানোর চেষ্টা করায় জন্য এক মহিলা এসআই’কে আক্রমণ করে ৷ অভিযোগ, মদ্যপ যুবকরা এক ওয়াইএসআরসিপি যুব নেতার অনুগামী ৷ তার মদতেই এই ঘটনা ঘটেছে ৷

আরও পড়ুন, Child Kidnapped: মুখে কাপড় গোঁজা! ৪ বছরের শিশুকে ট্রলিব্যাগবন্দি করে…ভয়ংকর!

আরও পড়ুন, PK Banerjee: প্রয়াত ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাড়হিম খুন!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version