জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেত্রী শবনম ফারিয়াকে (Sabnam Faria) নিয়ে আপত্তিকর মন্তব্যের জের, চাকরি গেল অভিযুক্ত যুবকের। রবিবার ফেসবুক পোস্টে অভিনেত্রী জানান, অভিযুক্ত রাকিবুল হাসানকে চাকরি থেকে বরখাস্ত করেছে বেসরকারি প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশন। শবনম ফারিয়া লিখেছেন, ‘আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তাঁরা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, সেই উদাহরণ তৈরি করেছে।’
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
অভিযুক্ত রাকিবুল ওই প্রতিষ্ঠানের কর্মী। সোমবার সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে ফারিয়া জানিয়েছেন, রাকিবুল হাসানকে চাকরি থেকে সরিয়ে দিয়েছে কোম্পানিটি। রাকিবুলের চাকরি যাওয়ার কথা তাঁকে ই-মেইলের মাধ্যমে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি। নিজের ফেসবুক পোস্টে ই-মেইলটিও শেয়ার করেছেন অভিনেত্রী।হিংসা কেবল শারীরিক নয়, এটা হতে পারে অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য যেকোনও ধরনের ভীতি প্রদর্শন। কোনওটিই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন ফারিয়া।
প্রসঙ্গত, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনয়ে পা রাখেন। সম্প্রতি অভিনয়ের পাশাপাশি যুক্ত হয়েছেন শাকিব খানের প্রসাধনী কোম্পানির সঙ্গে। সেখানেই রিমার্ক হারল্যানের একটি অনুষ্ঠানে একইমঞ্চে হাজির হয়েছিলেন শবনম। সেখানকার একটি ভিডিয়ো ঘিরে ওঠে আপত্তিকর মন্তব্য, তারই জবাব দেন অভিনেত্রী।
সেদিন শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়- ‘আমি তাসকিনের পাশে দাঁড়াব না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া তুমি আসো’। সেই ভিডিওক্লিপের কমেন্টবক্সে আপত্তিকর মন্তব্য করে এক ব্যক্তি। যা চোখে পড়ে অভিনেত্রী ফারিয়ার। বিষয়টি নিয়ে তৎক্ষনাৎ ফেসবুকে মুখ খোলেন অভিনেত্রী। তার জেরেই চাকরি গেল যুবকের।
আরও পড়ুন, Amaan Ali Bangash: ‘বাবার মতো পেরেছি কিনা জানি না!’, ‘নাদ’ ফেস্টিভ্যালে আমান আলিতে মুগ্ধ কলকাতা…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)