জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খুব কম খরচে ৫জি প্ল্যান চালু করল ভোডাফোন আইডিয়া। মাত্র ২৯৯ টাকায় মিলবে ৫জি পরিষেবা। হাইস্পিড ইন্টারনেটের জন্য এই ৫জি সার্ভিস খুবই জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে। আপাতত গোটা দেশ নয় ভোডাফোনের ওই ৫ জি পরিষেবা চালু হচ্ছে মুম্বই সার্কেলে। এই প্ল্যানে মিলবে রোজ ১ জিবি ৫জি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, রোজ ১০০ এসএমএস। চলবে মোট ২৮ দিন।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

আপাতত ৫ জি পরিষেবা দেওয়া হবে মুম্বইয়ে। অর্থাত্ যেসব এলাকায় ভোডাভোন আইডিয়ায় নেটওয়ার্কের রয়েছেন তারা ওই পরিষেবা পাবেন। মুম্বই সার্কেলের বাইরে ৫জির পরিবর্তে মিলবে ৪জি পরিষেবা। আবার কোনও গ্রাহক ১ জিবি ৫জি ডেটা খরচ করে ফেললে নেটের গচি হয়ে যাবে ৬৪kbps।

আরও পড়ুন-১৩ বছরে প্রথম প্রেম! বাড়ি থেকে ৩ বার পালিয়ে বিয়ে করে ‘স্বামীহন্তা’ মুসকান, কিশোরী বয়স থেকেই..

ভোডাফোন আইডিয়া সূত্রে খবর,  এবছর এপ্রিল মাসে দিল্লি, বিহার, কর্ণাটক ও পঞ্জাবে  ভোডাফোন তার ৫জি পরিষেবা চালু করবে। এর জন্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। ওই কাজ হয়ে গেলেই গ্রাহকরা ২৯৯ টাকায় ৫জি পরিষেবা পেতে পারবেন।

আরও পড়ুন- মেরঠের চেয়েও ভয়ংকর! মেয়েকে মদত মায়ের! ‘দাগী অপরাধী’ স্বামীকে নির্জনে নিয়ে স্ত্রী-শাশুড়ি মিলে…

সূত্রের খবর ভোডাফোন ভবিষ্যতে গ্রাহকদের জন্য  ৫জি প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যান চালু করতে পারে। তবে এনিয়ে ভোডাফোন কোনও ঘোষণা করেনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version