জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যত কাণ্ড ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ! গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (KKR vs RCB IPL 2025) হাত ধরে চলতি আইপিএলের কার্টেন রেজার হয়েছিল গত ২২ মার্চ। বোধনেই চ্যাম্পিয়নদের হারতে হয়েছে! আরসিবি ৭ উইকেটে হারায় কেকেআরকে। ৩৬ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে লাইমলাইটে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
ইডেনে বিরাটকে ঘিরে একাধিক কাণ্ডই ঘটেছিল সেদিন, যা ধীরে ধীরে সামনে আসছে। ইডেনের ফেন্সিং টপকে কোহলির পা ছুঁয়ে গ্রেফতার হয়েছিলেন বর্ধমানের বাসিন্দা ঋতুপর্ণ পাখিরা। যদিও শর্তাধীন জামিনে তাঁকে ছেড়েছে ব্যাঙ্কশাল কোর্ট। এতো গেল মাঠের ভিতরের ঘটনা, সাজঘরেও কোহলিকে নিয়ে খবর হয়েছে। কোহলির ব্যাগ থেকে চুরি গিয়েছে দামী সুগন্ধীর বোতল! চোর আবার কোহলির দলেরই সতীর্থ! যদিও ১৯ বছরের ক্রিকেটার তাঁর দোষ স্বীকার করে নিয়েছেন!
এবার আসা যাক ঘটনায়, আরসিবি এবার নিলামে স্বস্তিক চিকারাকে দলে নিয়েছে। জোড়া প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে যাঁর ঝুলিতে। চিকারা উত্তরপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। বীরেন্দ্র শেহওয়াগের অন্ধভক্ত সকলের সামনে থেকেই কোহলির সুগন্ধী হাতিয়ে ছিলেন। সাজঘরে বসে চিকারার হাত সাফাই বুঝতেও পারেননি কোহলি, যশ দয়াল ও অধিনায়ক রজত পাটিদাররা।
যশ বলেন, ‘কলকাতায় তখন আমরা ড্রেসিংরুমে বসে ছিলাম। চিকারা গিয়ে বিরাট কোহলির ব্যাগ থেকে একটা সুগন্ধীর বোতল বার করে আনে এবং জিজ্ঞাসা না করেই সেটা ব্যবহার করতে থাকে। যা দেখে সবাই হাসতে শুরু করেছিলাম। ও এসব করে চুপ করে বসে পড়ল।’ রজত জুড়ে দেন, ‘বিরাট ভাইও ওখানে বসেছিল, আমি ভাবছিলাম ছেলেটা করছেটা কী!’ চিকারা যা শুনে বলেন, ‘বিরাট কোহলি আমাদের বড় ভাই, তাই না? তাই আমি পরখ করে দেখছিলাম যে, সে খারাপ কিছু ব্যবহার করছে কিনা! তাই আমিও মেখে দেখি ওই সুগন্ধী।’ বিরাট ভাই আমাকে জিজ্ঞেস করল, যে কেমন লাগল। আমি বললাম, ভালোই। শুধু তোমাকে জানানোর জন্যই চেক করছিলাম।’
কোহলির নিজের নামের পারফিউম বাজারে আছে বটে। তবে কিং কোহলি পছন্দ করেন ক্রিড ভাইকিং ও ক্রিড এরোলফা। ফরাসী সুগন্ধী কোম্পানি ক্রিডের এই পারফিউম ভারতেও পাওয়া যাবে। দাম ৩০ হাজার টাকার উপরেই।
আরও পড়ুন: ১৪ বছর পর ভারতে মেসি! খেলতে আসছে বিশ্বজয়ী আর্জেন্টিনাও, তিলোত্তমা কি পার্বে দর্শন?
আরও পড়ুন: আইপিএলে কবজির ঘূর্ণনে ১৫০! যুদ্ধবিধ্বস্ত দেশের নায়ক তিনি, বুমরার নামও মুছলেন রশিদ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)