জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরম্পরা বদলাচ্ছে ফিফা (FIFA)। ছক ভেঙে নতুন ছক তৈরি করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বিগত পাঁচ-ছয় বছর ধরে ফিফা যা ভেবে এসেছিল, তা এবার বাস্তবে এবার কার্যকর হতে চলেছে। ২০২৬ বিশ্বকাপ হতে চলেছে ফুটবল ইতিহাসের সব চেয়ে বড় বিশ্বকাপ। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

এই প্রথমবার ফুটবল বিশ্বকাপ দেখবে ৪৮ দলের লড়াই। সেই ১৯৯৮ থেকেই ৩২ দল অংশ নিয়ে আসছে বিশ্বকাপে। চারটি করে দল নিয়ে হবে ১২টি গ্রুপ। ছাব্বিশের কাপযুদ্ধে চিরাচরিত ৬৪ ম্যাচের বদলে দেখা যাবে ১০৪ ম্যাচ। কাতার বিশ্বকাপই দেখেছে শেষবারের মতো ৬৪ ম্যাচ। 

এবার গ্রুপের সেরা দু’টি দল রাউন্ড অব থার্টিটুতে জায়গা করে নিতে পারবে। যার মানে ১২টি গ্রুপের ২৪টি দল খেলবে ডু-অর-ডাই নক আউট পর্বে। সেই সঙ্গেই ১২টি গ্রুপ মিলিয়ে তিন নম্বরে শেষ করা দলগুলির মধ্যে আবার সেরা আটটি দল উঠবে নক আউটে।   

তিন বছর পর বিশ্বকাপ একসঙ্গে হবে তিন দেশে। আয়োজক দেশ হিসেবে থাকছে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। এই প্রথম তিন দেশ একত্রে বিশ্বকাপের আয়োজন করছে। মোট ১৬টি শহরে চলবে কাপযুদ্ধ  ছাব্বিশ বিশ্বকাপ শুরু হবে ২৫ মে। ফাইনাল হবে ১৯ জুলাই। 

এখনও পর্যন্ত বিশ্বকাপে কোয়ালিফাই করেছে আমেরিকা-কানাডা-মেক্সিকো (যেহেতু আয়োজক দেশ, সেহেতু সরাসরি কাপযুদ্ধে), জাপান, নিউ জ়িল্যান্ড, ইরান, আর্জেন্টিনা। যার মানে এখনও পর্যন্ত চূড়ান্ত ৭। এখন প্রশ্ন বাকি ৪১ দলের বিশ্বকাপে এন্টি হবে কীভাবে?

রইল ব্রেকডাউন, বুঝে নিন সহজেই…

CONCACAF (উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান) বাছাইপর্বের আপডেট
মোট স্থান: ৬ (৩ আয়োজক দেশ + যোগ্যতা অর্জনের মাধ্যমে ৩ দেশ) + প্লেঅফে ২ দেশ
কোয়ালিফাই করেছে: মার্কিন যুক্তরাষ্ট্র (আয়োজক), কানাডা (আয়োজক), মেক্সিকো (আয়োজক)
অবশিষ্ট স্থান: ৩ দেশ সরাসরি + ২টি প্লেঅফ স্থান
 
CONMEBOL (দক্ষিণ আমেরিকা) বাছাইপর্বের আপডেট
মোট স্থান: সরাসরি ৬ দেশ + প্লেঅফে ১ দেশ
কোয়ালিফাই করেছে: আর্জেন্টিনা (ব্রাজিলের বিরুদ্ধে  ৪-১ ব্যবধানে জয়ের আগেই ভুবনজয়ীরা চলে গিয়েছে বিশ্বকাপে, উরুগুয়ে এবং বলিভিয়ার মধ্যে গোলশূন্য ড্রয়ের পরই আর্জেন্টিনার হাতে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট চলে আসে)
অবশিষ্ট স্থান: সরাসরি ৫ দেশ + প্লেঅফে ১ দেশ

AFC (এশিয়া) বাছাইপর্বের আপডেট
মোট স্থান: সরাসরি ৮ দেশ + প্লেঅফে ১ দেশ
কোয়ালিফাই করেছে: জাপানও ইরান
অবশিষ্ট স্থান: সরাসরি ৬ দেশ + প্লেঅফে ১ দেশ

CAF (আফ্রিকা) বাছাইপর্বের আপডেট
মোট স্থান: ৯ দেশ সরাসরি + প্লেঅফে ১ দেশ
কোয়ালিফাই করেছে: এখনও পর্যন্ত কেউ না
অবশিষ্ট স্থান: সরাসরি ৯ দেশ+ প্লেঅফে ১ দেশ

UEFA (ইউরোপ) বাছাইপর্বের আপডেট
মোট স্থান: সরাসরি ১৬ দেশ
কোয়ালিফাই করেছে: এখনও পর্যন্ত কেউ না
অবশিষ্ট স্থান: ১৬ দেশ

OFC (ওশেনিয়া) বাছাইপর্বের আপডেট
মোট স্থান: ১ দেশ সরাসরি + প্লেঅফে ১ দেশ
কোয়ালিফাই করেছে: নিউ জ়িল্যান্ড, (চার দলের নকআউট টুর্নামেন্ট জয়ের পর যোগ্যতা অর্জন করেছে)
অবশিষ্ট স্থান: ০ দেশ সরাসরি + প্লেঅফে ১ দেশ
এখন অবস্থা: নিউ জ়িল্যান্ড ফাইনালে নিউ ক্যালেডোনিয়াকে হারিয়েছে। নিউ ক্যালেডোনিয়া আন্তঃ কনফেডারেশন প্লেঅফে এগিয়ে গিয়েছে।

Inter-Confederation Playoffs (২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে)
স্পট: ২ দেশ
অংশগ্রহণকারী: ৬ দেশ (এএফসি থেকে ১ দেশ, সিএএফ থেকে ১ দেশ, কনমেবল থেকে ১ দেশ, কনকাকাফ থেকে ২ দেশ, ও এফসি থেকে ১ দেশ)
নিশ্চিত: নিউ ক্যালেডোনিয়া (ওএফসি)
অবশিষ্ট স্থান: বাকি ৫ দেশ নির্ধারণ হবে

আরও পড়ুন: ‘সব ফরম্যাটের জন্য প্রস্তুত’, এই ভারতীয় আইপিএল নেতায় মুগ্ধ সৌরভ! করলেন ভূয়সী প্রশংসা

আরও পড়ুন: ইডেনে কোহলির ব্যাগ থেকে চুরি! অপরাধী ১৯ বছরের ক্রিকেটার, দোষ স্বীকার করে নিলেন…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version