জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠেই ছন্নাছাড়া পারফরমেন্স চেন্নাই সুপার কিংসের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৯৬ রান তাড়া করতে গিয়ে ১৪৬ রানেই শেষ মহেন্দ্র সিং ধোনিদের দৌড়। আট উইকেট হারিয়ে ৫০ রানে আরসিবির কাছে হারল চেন্নাই সুপার কিংস। আইপিএলের পয়েন্টস টেবিলে শীর্ষেই থেকে গেল বেঙ্গালুরু।
টসে জিতে প্রথম প্রথমে ফিল্টিং করার সিদ্ধান্ত নেই চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়েকোয়াড। কিন্তু চেন্নাইয়ের সব পরিকল্পনা ভেস্তে দিয়ে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংসের সামনে ১৯৭ রানের টার্গেট খাড়া করে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই রান করতে তার হারায় ৭ উইকেট।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
শুরুতেই সল্টের ব্যাটে ভর করে বড় রানের দিকে এগোচ্ছিল বেঙ্গালুরু। কিন্তু তাঁকে মাত্র .০৯ সেকেন্ডে স্টাম্প করে দেন ধোনি। ভালো শুরু করেছিলেন দেবদত্ত পাড়িক্কল। ক্যাচ নিয়ে তাঁকে ফেরান রুতুরাজ গায়েকোওয়াড। এরপর একের পর এক ক্য়াচ মিস করে চেন্নাই সুপার কিংস। রজত পাতিদার বাঁচেন দীপক হুড়া, খলিল আহমেদের ছাড়া ক্যাচে। লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হন বিরাট কোহলি। নুর আহমেদের বলে রাচীন রবীন্দ্রর হাতে ক্য়াচ দিয়ে ৩১ রানে ফেরেন তিনি। নুরের বলে বোল্ড হন লিয়াম লিভিংস্টেন। পাতিদার হাফ সেঞ্চুরি করে আউট হন। শেষবেলায় টিম ডেভিড এসে ৮ বলে ২২ রান করেন। শেষপর্যন্ত ১৯৬ রানে থামে বেঙ্গালুরুর ইনিংস। পাতিদার করেন ৫১ রান। নুর আহমেদ ৩৬ রানে তুলে নেন ৩ উইকেট। সল্ট আউট হন ৩২ রানে।
আরও পড়ুন-মারাদোনার মৃত্যুতে ষড়যন্ত্রের আঁচ, গ্রেপ্তার প্রাক্তন দেহরক্ষী
এদিকে, চেন্নাই ১৯৬ রান তাড়া করতে নেমে মানসিকভাবে খানিকটা পিছিয়েই ছিল। তাদের আরও চাপে ফেলে দেনে বেঙ্গালুরুর বোলাররা। হেজেলউড, ভুবনেশ্বর কুমার, যশ দয়ালদের সামনে অনেকটাই গুটিয়ে যায় চেন্নাই। দ্বিতীয় ওভারেই ত্রিপাঠিকে ফেরান হেজেলউড। খাতা না খুলেই আউট হন রুরুরাজ। এক ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিএসকে।
আরও পড়ুন-রাজীব গান্ধী স্টেডিয়ামে আরও এক রেকর্ডের লক্ষ্যে রান শিকারি সানরাইজার্স
দীপক হুডা ও স্যাম কারেন টিকে থাকার চেষ্টা করলেও বহু বল তারা মিস করেন। ভুবনেশ্বরের বলে ৪ রান করে আউট হন হুডা। লিভিংস্টোনের বলে ৮ রান করে আউট হন কারেন। মাত্র ৫২ রানে ৪ উইকেট হারায় সিএসকে। মাত্র ৩০ বলে ৪১ রান করে যশ দয়ালের বলে রাচিন আউট হলে বড় ধাক্কা খায় চেন্নাই। ওই ওভারেই ১৯ রানে পড়ে যান শিবম। মাত্র ৮০ রানে ৬ উইকেট হারায় চেন্নাই। একটা সময় এমন দাঁড়ায় যে ৩৬ বলে ১১০ রানের টার্গেট দাঁড়িয়ে যায় চেন্নাইয়ের সামনে। ধোনি একটা চেষ্টা করেছিলেন। ১৬ বলে করেন ৩০ রান। শেষপর্যন্ত ১৪৬ রানেই শেষ হয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। ৫০ রান জয় তুলে নেয় বেঙ্গালুরু।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)