জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2025) চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে (CSK vs MI) হারিয়ে দিয়েছিল। কিন্তু ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (CSK vs RCB) বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল! একদিকে এমএস ধোনি (MS Dhoni) যেমন ফিল সল্টকে মাত্র ০.১৬ সেকেন্ডে স্টাম্প করে প্রশংসিত হচ্ছেন, তেমনই ৯ নম্বরে ব্যাট করতে নেমেও চূড়ান্ত সমালোচিত হলেন। বেঙ্গালুরুর বিরুদ্ধে টেলেন্ডারের ভূমিকায় নামায় ধোনি ও চেন্নাইকে ধুয়ে দিলেন তাঁর প্রাক্তন আইপিএল সতীর্থ ও বাংলার তারকা মনোজ তিওয়ারি (Manoj Tiwary)।
আরও পড়ুন: Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
এক স্পোর্টস ওয়েবসাইটে চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচের বিশ্লেষণ করেছেন মনোজ। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘আমার কাছে বোধগম্য হল না যে, এমএস ধোনির মতো একজন ব্যাটার, যে ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকল, সে কেন ব্যাটিং অর্ডারের উপরে উঠে আসবে না? চেন্নাই জয়ের জন্য খেলছে, তাই তো? সিএসকে-র কোচিং স্টাফদের কারও সাহস নেই, ধোনিকে ব্যাটিং অর্ডারের উপরে উঠে আসার কথা বলার। একবার ধোনি সিদ্ধান্ত নেওয়া মানে সেটাই চূড়ান্ত।’
আরিসিবি-র ১৯৬ রান তাড়া করতে নেমে সিএসকে ৫০ রানে হেরেছে। ওপেনিংয়ে রাচিন রবীন্দ্র (৩১ বলে ৪১) ছাড়া সেভাবে কেউ ক্রিজে দাঁড়াতেই পারলেন না রান তাড়া করতে নেমে। মিডল অর্ডারে দীপক হুডা, স্যাম কারান, শিবম দুবে, রবীন্দ্র জাদেজারা আউট হওয়ার পরে ধোনি নেমেছিলেন নয়ে, ছয়ে বা সাতে নামা ধোনি একেবারে শেষের দিকে নেমে ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। ৩টি চার ও ২টি ছক্কাও হাঁকিয়ে ছিলেন। তবে ধোনির নয়ে নামা কেউই নামতে পারছেন না। ঘটনাচক্রে ধোনি এবং তাঁর দলের একটি যুক্তি রয়েছে ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে। ধোনি তরুণদের সুযোগ করে দিতেই নাকি ব্যাটিং অর্ডারে নিজের জায়গা ছেড়ে দিয়েছেন।
আরও পড়ুন: চোখের পলকে চেকমেট, ৪৩ বছরেও আলোর গতিতে স্টাম্পিং ধোনির! নেপথ্যে কোন বিজ্ঞান?
আরও পড়ুন: অটোচালক বাবার ছেলে থেকে গব্বরের শিষ্য! আইপিএলের প্রথম সপ্তাহ মাতালেন ৪ আনক্যাপড…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)