অনুপ দাস: বছরের প্রথম দিনেই ভয়ংকর দুর্ঘটনা। বাস ও মোটরচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের। ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় তৃতীয়জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্য়ু হয়। তিনজনের মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর মাজদিয়া রুটের ভীমপুর থানার কুলগাছি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভীমপুর থানার পুলিস। পুলিস সূত্রে জানা যায় মাজদিয়ার থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই বাস। হঠাৎই কুলগাছির কাছে ফাঁকা মাঠে একটি মোটর ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। মোটর ভ্যানের চালকসহ ৩ জন ছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে মোটরভ্যানে থাকা দুজনের মৃত্যু হয় ও অপরজন গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে নিয়ে  শক্তিনগর হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়। মৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বাপি রায় নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, চোখের সামনে দেখলাম বাসের সঙ্গে ওই ইঞ্জিনভ্য়ানটির মুখোমুখি সংঘর্ষ হল। ভ্য়ানের ৩ জন রাস্তায় ছিটকে পড়ার পরই বাসের চালক ও অন্যান্যরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই ২ জনের মত্যু হয়। তৃতীয়জনের যা অবস্থা তাতে উনি বাঁচবেন কিনা বলা মুসকিল। একজনের পরিচয় জানা গিয়েছে, মাজদিয়ার দিকে বাড়ি। বাকীদের কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন-সম্প্রীতির বার্তা! নববর্ষে রাখিবন্ধন উৎসব মালবাজারে…

আরও পড়ুন-‘লাথোঁ কা ভূত, বাতোঁ সে নেহি মানতা’, বাংলার অশান্তি নিয়ে বিস্ফোরক যোগী

প্রদ্যুত্ সরকার নামে অন্য এক প্রত্যক্ষদর্শী বলেন, খবর পেয়ে ছুটে এলাম। এসে দেখি দুজন রাস্তায় পড়ে রয়েছে মৃত অবস্থায়। অন্যজন তখনও বেঁচে রয়েছে। ভটভটির সঙ্গে বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে। একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version