জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দাদাগিরির (Dadagiri) মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন বাংলার মহারাজ? তবে কী আর দেখা যাবে না সৌরভকে (Sourav Ganguly) সঞ্চালকের ভূমিকায়? সম্প্রতি এমনই খবর সামনে আসছে। দীর্ঘ ১৪ বছর ধরে বাংলা সবথেকে জনপ্রিয় কুইজ শো দাদাগিরির সঙ্গে জুড়ে ছিলেন প্রিন্স অফ কলকাতা। বাংলার ঘরে ঘরে এই শোয়ের জনপ্রিয়তা একেবারে আকাশছোঁয়া। আর সেই চেনা মঞ্চ ছাড়ছেন দাদা? সত্যিই কি দাদাগিরি শেষ?
সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, তিনি তার আগের চ্যানেলের সঙ্গে চুক্তি ছেড়ে দিচ্ছেন। তার মানে এই নয় যে তিনি সঞ্চালকের ভূমিকা ছাড়বেন। বরং, একই ধরনের নন-ফিকশন শো নিয়ে নতুন চ্যানেলে ফিরছেন দাদা। তবে এক নয়, দুটো শো নিয়ে ফিরছেন এবার বাংলার মহারাজ। একটি হবে দাদাগিরির মতোই শো, যেখানে সাধারণ মানুষ অংশগ্রহণ করবে। আর অন্যটি হবে ‘বাংলায় বিগ বস’, যেখানে সৌরভ গাঙ্গুলি (Sourav In Bigg Boss) থাকবেন সঞ্চালকের ভূমিকায়।
আর পড়ুন- ঠাকুরপুকুর দুর্ঘটনা! সলমন খান থেকে সোনিকা চৌহান, ফিরে দেখা হাড়হিম গাড়ি দুর্ঘটনা…
বলিউডের জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসের সঞ্চালনা করছেন সালমান খান। আর এবার বাংলাতে সেই একই ধাঁচের রিয়ালিটি শো ‘বিগ বস বাংলা’ এর সঞ্চালক হতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী। জানা যাচ্ছে, পুজোর পর থেকেই শুরু হবে এই শো-এর শুটিং। নতুন মঞ্চে দাদাকে এবার নতুন রূপে দেখা যাবে। এতদিন দেখা যেত ক্রিকেট মাঠে দাদাগিরি। এবার তিনি রিয়ালিটি শো-এর মঞ্চে দাদাগিরি করবেন।
আর পড়ুন- ‘নিজেরই নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছে করছে! আমি না পারলে তোমরা এসে…’ লজ্জিত পরিচালক..
দাদার এই নতুন যাত্রা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়েছে। বাংলার ঘরে ঘরে যে দাদার জনপ্রিয় দাদাগিরি আজও অটুট, তা বলার অপেক্ষা রাখে না। সে কুইজ শো হোক, বা রিয়ালিটি শো। সৌরভ সঞ্চালনার ভূমিকায় থাকলে বিনোদন, মজা আর চ্যালেঞ্জ জমে পুরো ক্ষীর। তাই শুধু অপেক্ষা পুজোর পর সৌরভের এই নতুন দুই শো-এর ঘোষণার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)