জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার সুদেষ্ণা রায় (Sudeshna Roy) ও অভিজিত্ গুহর শ্যুটিংয়ে বাধা। পরিচালকদ্বয়ের আগামী ছবি ‘স্বপ্ন হলেও সত্যি’, আগামী ১৮ এপ্রিল থেকে সেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। সেই ছবির প্রিপ্রোডাকশনের কাজ করতে বুধবার উত্তর কলকাতার যে বাড়িতে শ্যুটিং হওয়ার কথা সেখানে যান, কিন্তু প্রোডাকশনের একজনও সেই সেটের কাজের জন্য আসেননি। পরিচালকের দাবি, শ্য়ুটিং শুরুর ছয়দিন আগে এই সিনেমার প্রোডাকশন ম্যানেজার সিনেমাটি ছেড়ে চলে যান, কী কারণে তিনি ছেড়েছেন সেই উত্তর দেননি।
আরও পড়ুন- Saif Ali Khan Stabbing Case: সইফকাণ্ডে নয়া মোড়! ধৃত বাংলাদেশি শরিফুলের সঙ্গে মিলল না আঙুলের ছাপ…
বুধবার সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে সুদেষ্ণা রায় বলেন যে গত একমাস ধরে ছবির লুকে সেট থেকে শুরু করে প্রিপ্রোডাকশনের কাজ চলছে, অথচ ৬ দিন আগেই ছবি ছেড়ে চলে যান সেই প্রোডাকশন ম্যানেজার। এমনকী সেই একইরকমভাবে কোনও কারণ ছাড়াই সুদেষ্ণার ছবি থেকে সরে দাঁড়ান আর্ট ডিরেক্টর। এখানেই শেষ নয়, একমাস ধরে যে কাজ চলছিল, আচমকা শ্যুটিং শুরুর আগে প্রোডাকশনের সবাই যাঁরা গিল্ডের সদস্য তাঁরা কোনও কারণ ছাড়াই কাজ ছেড়ে দেয়। এরপর একটি লিস্ট তিনি পাঠান ফেডারেশনের কাছে, সেই তালিকার কেউই সুদেষ্ণার ছবিতে কাজের সম্মতি দেননি। বিনা কারণেই এই ছবিতে যোগ দিতে চাননি তারা। বুধবার যখন সেটের কাজ শুরু করার কথা, সেদিন পরিচালকদ্বয় ছাড়া আর কেউই সেটে আসেননি।
পরিচালক সুদেষ্ণা রায় সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বলেন, ‘মহামান্য আদালত বলেছে আমাদের কাজে বাধা দেওয়া যাবে। তাও বিনা কারণে কেউ এল না কাজে। কেন এই বয়কট তা বোঝা যাচ্ছে না। অথচ লুক সেটে সবাই ছিল। কেউ আদালতের নির্দেশ মানছে না। আমি চিঠি লিখে অনুরোধ করেছি গিল্ডগুলোয়, ফেডারেশনে, সব জানিয়েছি। কিন্তু এক এক করে সবাই বেরিয়ে গেছে।’ পাশাপাশি পরিচালক বলেন, ‘আমি ক্ষতিগ্রস্ত, আমার প্রযোজক ক্ষতিগ্রস্ত, শুধু তাই নয়, আমি মানসিক আঘাত পেয়েছি। আমার কাজ পুরো শেষ হয়ে গেল’।
পরিচালক আরও বলেন, ‘আমি কিছু কিছু বিষয়ে প্রশ্ন করেছিলাম সেই কারণেই কি এতগুলো মানুষের কাজ ব্যাহত হল? প্রযোজকের টাকা নষ্ট হল। একটা প্রোজেক্ট নষ্ট হচ্ছে। আমি খুবই মর্মাহত। আমি চাইব এই সমস্যার সমাধান হোক। আমি খুবই সমস্যার মধ্যে। এটা ভেবে খারাপ লাগছে, যারা আমার দীর্ঘদিনের সঙ্গী, যাঁদের সঙ্গে আমি এই ইন্ডাস্ট্রিতে বেড়ে উঠেছি, তাঁরা আজকে বিনা কারণে বা কারণ না জানিয়ে চলে গেল’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)