প্রদ্যুত দাস: আইসক্রিমে কিলবিল করছে পোকা! ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির শোভাবাড়ি এলাকায়। ক্ষুব্ধ বাসিন্দারা আইসক্রিম বিক্রেতাকে ঘেরাও করে রাখেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আইসক্রিম কারখানার ম্যানেজার বরুণ রায়। তিনি ক্ষমা চান বাসিন্দাদের কাছে। এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে কথা দেন। ক্রেতা সুরক্ষা দফতরের সহ-অধিকর্তা দেবাশিস মণ্ডল বলেন, মারাত্মক ঘটনা। আমরা এখনও অভিযোগ পাইনি। তবে শীঘ্রই ওই আইসক্রিম কারখানায় হানা দেব আমরা।

আরও পড়ুন: Horoscope Today: মেষের দ্বিধা, বৃষের অর্থনৈতিক সংকট, তুলার সতর্কতা! দেখে নিন, আজ কেমন যাবে দিন..

আরও পড়ুন: Prediction of Pandemic of Infectious Disease: ফিরছে দুঃস্বপ্নের দিনরাত্রি? ভয়ংকর সংক্রামক এক মারণ রোগে ছারখার হবে এ পৃথিবী!

বাসিন্দাদের অভিযোগ, জলপাইগুড়ির মণ্ডলঘাট এলাকায় একটি কারখানায় ওই আইসক্রিম তৈরি হয়। দেখা যায়, প্যাকেটের গায়ে ম্যানুফ্যাকচারিং ডেট লেখা নেই। এক্সপায়ারি ডেটও লেখা নেই। 
কী ভাবে জানা গেল?

এলাকায় গাড়ি নিয়ে ফেরি করতে আসা এক ব্যক্তির কাছ থেকে ছেলেকে আইসক্রিম কিনে দেন রুম্পা কর্মকার নামের এক মহিলা। প্যাকেট ছিঁড়তেই দেখা যায়, আইসক্রিমে পোকা। এর পরই ওই আইসক্রিম বিক্রেতাকে আটকে রেখে আইসক্রিম কারখানার মালিককে খবর দিতে বলেন তিনি। কিছুক্ষণ পরে ওই আইসক্রিম কারখানার ম্যানেজার বরুণ রায় এসে ভুল স্বীকার করেন গ্রামবাসীর কাছে। উত্তেজিত বাসিন্দারা গাড়িতে থাকা সব আইসক্রিম নষ্ট করে দেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version