অয়ন ঘোষাল: আজকের আবহাওয়া- ২৩ মিলিমিটার বৃষ্টির হাত ধরে কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি নেমে এপ্রিলের শেষে অত্যন্ত মনোরম এবং স্বস্তিদায়ক আবহাওয়া। ২০২৪ সালের এপ্রিলের এই সময় তাপপ্রবাহের কবলে পড়েছিল দক্ষিণবঙ্গ। এবার সম্পূর্ণ আলাদা পরিস্থিতি। আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। এপ্রিলের শেষ দিন অক্ষয় তৃতীয়া এবং মে মাসের প্রথম সপ্তাহে নতুন করে তীব্র গরমের চোখ রাঙানি নেই। আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা। ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। সাত জেলাতে কালবৈশাখীর সতর্কতা।
উত্তরবঙ্গে সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা কম। কমবে ঝড়ের গতিবেগ। রাজ্যজুড়ে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমবে আগামী তিন চার দিনে।
দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং মধ্য আসামে ঘূর্ণাবর্ত। ২রা মে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। মধ্য উত্তর প্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপরেখা। যেটি বিহারের উপর দিয়ে গেছে। উত্তর দক্ষিণ অক্ষরেখা বিদর্ভ থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত বিস্তৃত। যেটি মারাঠাওয়ারা কর্ণাটক ও তামিলনাডুর উপর দিয়ে বিস্তৃত।
দক্ষিনবঙ্গ
এই সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি। শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা। আগামী চার দিনে সর্বোচ্চ তাপমাত্রা কমবে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। কলকাতা থেকে নদীয়া পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। কাল বুধবার এবং পরশু বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। পশ্চিমের জেলা ও পূর্বের জেলা সহ কলকাতা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
উত্তরবঙ্গে
উত্তরবঙ্গেও আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকতে পারে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। কাল বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
কলকাতা
আজও বিকেল বা রাতের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
রাতের তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস কমল। স্বাভাবিকের তুলনায় রাতের পারদ নেমে গেল ৭ ডিগ্রি। আজ রাতে ফের তা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। সর্বোচ্চ বা দিনের তাপমাত্রাও স্বাভাবিকের সামান্য নিচে। বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে গরমের অস্বস্তি বাড়বে বেলা বাড়লে। বিকেলে বৃষ্টির পর ফের স্বস্তি ফিরতে পারে।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ২৭.৯ থেকে একলাফে ৮ ডিগ্রি নেমে ১৯.২ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ থেকে নেমে ৩২.৮ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতার আলিপুরে বৃষ্টি হয়েছে ২৩ মিলিমিটার।
ভিনরাজ্যে
ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মনিপুর মেঘালয় ত্রিপুরাতে। কেরালাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপপ্রবাহের সতর্কবার্তা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি হিমাচল প্রদেশে। তাপপ্রবাহ চলবে জম্মু-কাশ্মীর সমতল লাদাখ মোজাফফরাবাদ এবং মধ্যপ্রদেশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)