অয়ন ঘোষাল: উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত। এবার আগাম বর্ষা ভারতে। আগামী ৪/৫ দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।
দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত গরমে অস্বস্তিকর আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম বাড়বে। আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহ। রবিবার ও সোমবার তাপপ্রবাহের সতর্কবার্তা বেশি থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতিতেই রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনাও দক্ষিণবঙ্গের আট জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা ঝড়ো বাতাস বইবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনা, হুগলি, পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায়। সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়– উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ ২৪ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া। মঙ্গলবারেও ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ছয় জেলায়। উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ ২৪ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় হবে এই ঝড়বৃষ্টি। বুধবার গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া। রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা আরও তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। তাপপ্রবাহের পরিস্থিতি তিন জেলায়। রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার তাপপ্রবাহ চলবে মালদায়। গরম ও অস্বস্তি থাকবে বাকি জেলায়। উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। সোমবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় এবং রবিবার দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে।
কলকাতা
গতকাল কলকাতায় এই মরশুমের এখনও পর্যন্ত উষ্ণতম দিন ছিল। আজও দিনের তাপমাত্রা কষ্ট দেবে মানুষকে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি বেশি থাকায় আপাতত কষ্ট চলবে। তবে মঙ্গল-বুধবার সেই কষ্ট বৃষ্টির হাত ধরে কিছুটা লাঘব হতে পারে বলে পূর্বাভাস।
পরিসংখ্যান
কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি বেড়ে ২৯.৭ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি বেড়ে ৩৯.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪২ থেকে ৯০ শতাংশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)