জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোট থেকে বড় হ্যারি পটার(Harry Potter) নিয়ে সবার মনেই এক আলাদা আবেগ। ২০০১ সালে জাদুনগরীর মায়াজাল ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। হ্যারি, রন (Ron Weasley)এবং হারমায়োনিরর (Hermione Granger)বন্ধুত্ব ছিল নজরকাড়া। মোট আটটি পর্ব ছিল এই ছবির। ২০১১ সালে মুক্তি শেষ পর্ব।
এবার ফের আসছে হ্যারি পটার। শুনেই মনটা ভালো হয়ে গেল! তাই না? এই সুখবর খোদ নিশ্চিত করেছে এইচবিও অফিসিয়াল। এমনকি তারা হ্যারি পটার সিরিজের নতুন অভিনেতা-অভিনেত্রীদের নামও ঘোষণা করেছে। জানা গিয়েছে, ডমিনিক ম্যাকলাফলিন হ্যারি পটার-এর চরিত্রে অভিনয় করবেন, আরবেলা স্ট্যানটন হচ্ছেন হারমায়োনি গ্রেঞ্জার, আর আলাস্টার স্টাউট হচ্ছেন রন উইজলি।
আরও পড়ুন:Road Accident: ঈদের ছুটিতে বাড়ি ফিরছিল! লরি-অটোর ভয়ংকর সংঘর্ষে মৃত ৬, আহত…
অফিসিয়াল বিবৃতি:
নতুন অভিনেতাদের পরিচয় করানোর সময় এইচবিও বিবৃতিতে লিখেছে, ‘প্রিয় মিস্টার পটার, মিস গ্রেঞ্জার এবং মিস্টার উইজলি, আপনাদের জানাতে পেরে আনন্দিত যে আপনাদের হগওয়ার্টস স্কুল অফ উইচক্র্যাফট অ্যান্ড উইজার্ডরিতে ভর্তি করা হয়েছে। এইচবিও-র অরিজিনাল সিরিজ ‘হ্যারি পটার’-এ ডমিনিক ম্যাকলাফলিনকে হ্যারি পটার, আরবেলা স্ট্যানটনকে হারমায়নি গ্রেঞ্জার এবং আলাস্টার স্টাউটকে রন উইজলি হিসেবে স্বাগত জানান।’
সবচেয়ে মজার বিষয় হল, হ্যারি পটার নতুন সিরিজের প্রধান চরিত্রগুলির জন্য় ৩০ হাজারেরও বেশি অভিনেতা অডিশন দিয়েছেন।
আরও পড়ুন:Dipika Kakar Diagnosed with Cancer: লিভারে ‘মারণ’ টিউমার! ক্যানসারে আক্রান্ত দীপিকাও, স্টেজ…
প্রসঙ্গত, হ্যারি পটার এখনও বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ, এবং এটি সবার কাছেই খুব প্রিয়। মূল হ্যারি পটার সিনেমাগুলোর মাধ্যমে ড্যানিয়েল র্যাডক্লিফ, এমা ওয়াটসন এবং রুপার্ট গ্রিন্ট তারকা খ্যাতি পান এবং বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেন। তাই নতুন অভিনেতাদের হ্যারি, হারমায়নি ও রন হিসেবে মেনে নেওয়া দর্শকদের জন্য সহজ হবে না—এটা একপ্রকার চ্যালেঞ্জও বটে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
