বিমল বসু: পুত্রবধূকে লাগাতার ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার। স্বামী সব জেনেও প্রতিবাদ না করে উল্টে স্ত্রীকে মারধোর করার অভিযোগ। ঘটনায় তাকেও গ্রেফতার করেছে পুলিস। উত্তর ২৪ পরগণার মাটিয়া থানার স্বরূপনগর বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

প্রশাসন সূত্রে জানা যায়, অশোকনগরে গুমা রাজিপপুরে বাড়ি একটি মেয়ের সঙ্গে বছর পাঁচেক আগে বসিরহাট মহকুমার মাটিয়া থানার স্বরূপনগর বাজার এলাকায় শঙ্কর বিশ্বাসের ছেলে সোমনাথ বিশ্বাসের বিয়ে। বিয়ের পর তাদের সংসার ভালই কাটছিল তাদের একটা চার বছরের ছেলেও আছে। 

আরও পড়ুন:  Dilip Ghosh: ‘মন্দির তো কারও বাপের নয়… যারা করছে এই ধরনের রাজনীতি ২৬-এ তারা জবাব পেয়ে যাবে..’ বিস্ফোরক দিলীপ ঘোষ

কিন্তু বাদসাধে তাঁর শ্বশুর। গত মাস দুয়েক আগে পুত্রবধুর উপর কুনজর পড়ে শ্বশুর শঙ্কর বিশ্বাসের। সে তার পুত্রবধূর উপর যৌন নির্যাতন ও লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। এই ব্যাপারে তার স্বামীকে সব কথা খুলে বললেও স্বামী সোমনাথ বিশ্বাস তার কথায় কোনও কর্ণপাত না করে উল্টে তাকে মারধোর করে। 

আরও পড়ুন: Nandigram Cooperative Election: রাস্তায় দেদার বিলোচ্ছে লাড্ডু, উড়ছে গেরুয়া আবির! নন্দীগ্রামে খাতাই খুলতে পারল না তৃণমূল…

এরপর তাঁর শ্বশুর শঙ্কর বিশ্বাস পুত্রবধুর উপর আরও অত্যাচার বাড়িয়ে দেয়। লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। এই অত্যাচার সহ্য করতে না পেরে  অবশেষে গতকাল মাটিয়া থানায় থানার দারস্থ হয়। শ্বশুর ও স্বামীর নামে অভিযোগ দায়ের করলে শ্বশুর শঙ্কর বিশ্বাসকে ধর্ষণের অভিযোগে ও তার স্বামী সব জেনেও প্রতিবাদ না করে চুপ থেকে চক্রান্ত করায় তাকেও গ্রেফতার করে পুলিস। 

রবিবার অভিযুক্ত বাবা ও ছেলেকে পাঁচ দিনের পুলিসি হেপাজাত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। স্ত্রীকে বসিরহাট সুপারস্পেলিটি হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা হয়।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version