জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভাঙড় ‘সেমসাইড’। তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূলেরই নেতা! ‘যে বা যারা খুন করেছে, তারা কখনও দলের লোক হতে পারে না’, দাবি তৃণমূল পর্যবেক্ষক, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার।

আরও পড়ুন:  Kalyan Banerjee on Suvendu Adhikari: ‘শুভেন্দুর থেকে বড় পাকিস্তানি চর আর নেই’, বিরোধী দলনেতাকে নিশানা কল্যাণের

পুলিস সূ্ত্রে খবর, ধৃতের নাম মোজাজ্জল মোল্লা। পুলিস সুত্রে খবর, ভাঙড়ে দলের নিচুতলার নেতা তিনি। উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। সূত্রে দাবি, এলাকার দখল নিয়ে বিবাদের জেরেই এই খুন। বস্তুত, জেরায় মোফাজ্জেল বাকি খুনের কথা স্বীকারও করেছে। বৃহস্পতিবার ভাঙড়ে খুন হন  চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল সভাপতি রজ্জাক খাঁ। সেদিন রাতে ভাঙড় বাজার থেকে মরিচায় বাড়িতে ফিরছিলেন তিনি। অভিযোগ, ভাঙড় খাল পাড়ে তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। প্রথমে ধারালো অস্ত্রের কোপ,তারপর গুলি চলে! ঘটনাস্থলে মৃত্যু হয় ওই তৃণমূল নেতার।

এদিকে এই ঘটনার পর ISF-র  দিকে অভিযোগে আঙুল তুলেছিলেন ভাঙড়ে তৃণমূল পর্যবেক্ষণ শওকত মোল্লা। এদিনও তিনি বলেন, ‘ISF-র মদতপুষ্ট এরা। খুনির কোনও জাত হয় না। আমরা FIR-এ কোনও নাম দিইনি। প্রকৃত খুনিদের গ্রেফতার করার কথা বসেছিলাম। পুলিসকে ধন্যবাদ জানাব। যেই হোক না কেন, তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই আমরা’। তাঁর দাবি, ‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনও বিষয় নেই। যে বা যারা খুন করেছে, তারা কখনও দলের লোক হতে পারে না। মোফাজ্জেল আমাদের দলের কোনও পদাধিকারী নয়। কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে, তৃণমূলে ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই’।

ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘যাকে খুন করেছে রজ্জাক সাহেব, একদা তিনি আরাবুল সাহেব ঘনিষ্ঠ ছিলেন। এখন শওকত সাহেব বলছে, সে শওকত ঘনিষ্ট। আর যাকে গ্রেফতার করেছে মোফাজেল মোল্লা, সে বার শওকত ঘনিষ্ঠ। ফলে স্পষ্ট হচ্ছে, কোনও একটা লেনদেন বা কেউ একটি উঠে আসছে, তাকে সহ্য করতে পারেনি। গোষ্ঠী কোন্দলে খুন হতে হল তরতাজা যুবককে’।

আরও পড়ুন:  Sabang Shocker: বেহাল রাস্তা, দোলায় চাপিয়ে অ্যাম্বুল্যান্সে, হাসপাতালে পৌঁছেও শেষরক্ষা হল না দশম শ্রেণির ছাত্রীর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version