প্রসেনজিত্ মালাকার: বীরভূমের লাভপুরে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পীযূষ ঘোষের খুনের ঘটনায় বিভিন্ন জল্পনা তৈরি হচ্ছে। শনিবার মধ্যরাতে, লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে এক রাস্তার মোড়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন করা হয় তাঁকে। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পড়ে ছিল রক্তাক্ত দেহ। মাথার পিছন দিকে গুলি করে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিস।
যেখানে ওই ঘটনা ঘটেছে তার ঠিক সামনেই একটি বাড়ি থেকে মৌসুমী মাল নামে এক মহিলাকে আটক করেছে সাঁইথিয়া থানার পুলিস। এরপর থেকেই তদন্ত ঘিরে ঘনাচ্ছে রহস্যের মেঘ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাস্থলটি নিয়ে বহুদিন ধরেই একধরনের ‘ভূতের রটনা’ ছড়িয়ে দিয়েছিলেন ওই মহিলা। এমনকি নিজের স্বামীর মৃত্যুর ক্ষেত্রেও তিনি দাবি করেছিলেন, “ভূতে মেরে দিয়েছে।” যদিও খবর অনুযায়ী তাঁর স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে তাঁর দেওরের মৃত্যুতেও একই রকম দাবি করেন মৌসুমী। শুধু তাই নয়, এলাকা জুড়ে ভূতের ব্যাগ চুরি, অলৌকিক কান্ডকারখানার গুজব রটাতেন বলেও অভিযোগ গ্রামবাসীদের। এমন প্রেক্ষাপটে, পীযূষ ঘোষের খুনের ঘটনায় মৌসুমী মালকে ঘিরে তৈরি হয়েছে নয়া রহস্য।
আরও পড়ুন-বিমানবালার ব্যাগেই মিলল….তোলপাড় বিমানবন্দর, আসরে নামলেন প্রভাবশালী স্বামী
আরও পড়ুন-‘শুভেন্দুর থেকে বড় পাকিস্তানি চর আর নেই’, বিরোধী দলনেতাকে নিশানা কল্যাণের
পুলিস সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে মৌসুমী জানিয়েছেন—রাতের বেলায় তিনি দেখেছেন পীযূষবাবু তাঁর বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। এরপর পিছন দিক থেকে একজন এসে তাঁকে গুলি করে পালিয়ে যায় বলে দাবি তাঁর। যদিও পুলিসের মতে, তাঁর বক্তব্যে অসংলগ্নতা রয়েছে এবং খুনের রাত ও আগের ঘটনার সঙ্গে মৌসুমীর আচরণে মিলছে না বেশ কিছু তথ্য। ফলে আপাতত সাসপেক্ট হিসেবেই মৌসুমী মালকে দেখছে পুলিস।
অন্যদিকে, একের পর এক রহস্যজনক মৃত্যু, ভূতের গুজব এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী একজন তৃণমূল নেতার গুলিবিদ্ধ মৃত্যু—সব মিলিয়ে গোটা কোমরপুর গ্রাম জুড়ে চরম উত্তেজনা। গ্রামবাসীদের একাংশ স্পষ্টই বলছেন, “এটা নিছক দুর্ঘটনা নয়, পূর্বপরিকল্পিত খুন।” তবে এই খুনের পেছনে আদৌ কি কোনও রাজনৈতিক বা ব্যবসায়িক শত্রুতা রয়েছে, নাকি ব্যক্তিগত প্রতিহিংসা? সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিস। তদন্ত চলছে জোরকদমে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)