শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং সন্দীপ ঘোষ চৌধুরী: UGC NET JRF 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক কার্ড ১ কাটোয়ার গর্ব নিলুফা ইয়াসমিন (Nilufa Yasmin)। 

সাফল্যের শিখরে উঠে গোটা কাটোয়াকে (Katwa) গর্বিত করেছেন নিলুফা ইয়াসমিন। সর্ব ভারতীয় স্তরের অন্যতম কঠিন প্রতিযোগিতা UGC NET JRF 2025 পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্যে (Bengali Literature) ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ অর্জন করেছেন তিনি। কাটোয়ার পালিটা রোড এলাকার বাসিন্দা নিলুফার এই কৃতিত্বে উৎসবে মেতেছে তার পরিবার, পাড়া, এমনকি গোটা শহর।

এই খবর দু’দিন আগেই জি ২৪ ঘন্টা সবার আগে করেছিল। আর তারপরেই শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছিল নিলুফা এবং তাঁর পরিবার। 

এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay) প্রথম স্থানাধিকারী নিলুফা দ্বিতীয় স্থানাধিকারী রিক্তা চক্রবর্তীকে (Rikta Chakraborty) ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। 

 

অধ্যাবসায়: 

এই চূড়ান্ত সাফল্যের পেছনে রয়েছে এক অবিচল মনোযোগ, কঠোর অধ্যবসায় আর অদম্য জেদ। নিলুফা জানিয়েছেন, এর আগেও দু’বার তিনি এই পরীক্ষায় বসেছিলেন, কিন্তু ফল আশানুরূপ হয়নি। অনেকেই হয়ত সেখানেই থেমে যেতেন কিন্তু নিলুফা থামেননি। বরং প্রতিবার ব্যর্থতার পর নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন, নিজের ভুলগুলো বিশ্লেষণ করে এগিয়ে গেছেন। 

তিনি বলেন,প্রথম দু’বার ব্যর্থ হই। মন খারাপ হয়েছিল, কিন্তু ভেঙে পড়িনি। জানতাম আমি পারব। এবারের প্রস্তুতিতে ছিল দৃঢ় লক্ষ্য। শুধুই পাশ নয়, শীর্ষে পৌঁছনোর। ফলাফল প্রকাশের পর প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি নিলুফা। তাঁর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ দেখে আনন্দে চোখে জল আসে পরিবারের সদস্যদের। 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version