জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। কেন্দ্র সরকারের নির্দেশে নিষিদ্ধ হল বেশ কয়েকটি অ্যাপ ও ওয়েবসাইট। শুক্রবার কেন্দ্র সরকার অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। জানা গিয়েছে, বেশ কয়েকটি অ্যাপ ও ওয়েবসাইটকে নিষিদ্ধ করা হয়েছে। কিছু অ্যাপ ও ওয়েবসাইটের বিরুদ্ধে ‘সফট পর্ন’ প্রচারের অভিযোগও রয়েছে। শুধু তাই নয়, ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের (ISP) নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই লিঙ্কগুলির জনসাধারণের প্রবেশাধিকার ভারতে বন্ধ করে দেওয়া হয়। 

আরও পড়ুন:Air India Express: ফের খবরে এয়ার ইন্ডিয়া! মাঝ আকাশে প্রসব বেদনা যাত্রীর, বিমানকর্মীরাই…

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ২৫টি লিঙ্ক চিহ্নিত করা হয়েছে। যেগুলিতে আপত্তিকর এবং পর্নোগ্রাফিক কনটেন্টযুক্ত বিজ্ঞাপন ছিল। এই পদক্ষেপের মাধ্যমে সরকার দেশের ডিজিটাল পরিবেশকে নিরাপদ ও শালীন রাখার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।

কোন কোন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ নিষিদ্ধ:
কেন্দ্রীয় সরকার ২৫টার মত অ্যাপ ও ওয়েবসাইটগুলি ব্যান করেছে। সেগুলি হল- ALTT, ULLU, Big Shots app, Desiflix, Boomex, Navarasa Lite, Gulab app, Kangan app, Bull app, Jalva app, Wow Entertainment, Look Entertainment, Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul app, MoodX, NeonX VIP, Fugi, Mojflix, and Triflicks।

MeitY-এর পদক্ষেপ:
ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (MeitY) বেশ কয়েকটি অভিযোগ ও রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ গ্রহণ করেছে। অভিযোগ ছিল, এই অ্যাপগুলির মাধ্যমে ‘ইরোটিক ওয়েব সিরিজ’ নামে প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট ছড়ানো হচ্ছিল, কিন্তু সেগুলির সঠিক কনটেন্ট নিয়ন্ত্রণ বা পর্যালোচনা ছিল না।

আরও পড়ুন:School Roof Collapse: প্রার্থনা চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সরকারি স্কুলের ছাদ! মর্মান্তিক মৃ*ত্যু কমপক্ষে ৭ পড়ুয়ার…

কেন নিষিদ্ধ করা হয়েছে?
সরকারি সূত্র জানিয়েছে, এই অ্যাপগুলির মাধ্যমে এমন কনটেন্ট প্রচার করা হচ্ছিল যেগুলোকে কর্তৃপক্ষ ‘সফট পর্ন’ হিসেবে আখ্যা দিয়েছে। এসব কনটেন্ট তথ্যপ্রযুক্তি আইন ও অশ্লীলতা সংক্রান্ত প্রচলিত ভারতীয় আইন লঙ্ঘন করছে। সরকার জানিয়েছে এই অ্য়াপ, ওয়েবসাইটগুলি  তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর বিভিন্ন ধারা লঙ্ঘন করছিল। তাই সরকার তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং সংশ্লিষ্ট নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

উদ্দেশ্য:
এই পদক্ষেপের মাধ্যমে সরকার অনলাইন প্ল্যাটফর্মে শালীনতা বজায় রাখতে, কিশোর-কিশোরীদের অশ্লীল কনটেন্ট থেকে সুরক্ষা দিতে এবং ডিজিটাল জগতে নৈতিকতা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে চাইছে। সরকারের বক্তব্য অনুযায়ী, এসব কনটেন্ট শুধু অনৈতিকই নয়, বরং বেআইনি ও সামাজিকভাবে ক্ষতিকর।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version