নারায়ণ সিংহরায়: নিজে বিবাহিত, তারপরেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগে এবার গ্রেফতার স্কুল শিক্ষক। চাঞ্চল্য শিলিগুড়িতে।

আরও পড়ুন:  Nadia Horror: খোলা পোশাক! মা দেখল, ৪-এর শিশুর শরীরে নিজের যৌ*ন লালসা মেটাচ্ছে ৪০-এর বর্বর…

পুলিস সূত্রে খবর, ধৃতের নাম সঞ্জয় কুমার বাইন। বাড়ি, শিলিগুড়ির ফুলবাাড়ির মার্ডারমোড় এলাকায়। সরকারি স্কুলের শিক্ষকতা করেন। অভিযোগ, বছর সাতের আগে এক বিধবা মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান সঞ্জয়। এমনকী, বিয়ের প্রতিশ্রুতি একাধিকবার তাঁর সঙ্গে সহবাসও করেন! পূর্ব ধানতলার এলাকার বাসিন্দার ওই মহিলার দাবি, এখন তাঁকে বিয়ে করতে রাজি হচ্ছেন না অভিযুক্ত শিক্ষক। গতকাল বৃহস্পতিবার এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগ পেয়ে তত্‍পর হয় পুলিস। আজ, শুক্রবার গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ধৃতকে তোলা হয় জলপাইগুড়ি আদালতে। অভিযুক্ত সঞ্জয় বিবাহিত বসে জানা গিয়েছে।

সম্প্রতি কলকাতায়ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিস। ধৃতকে ৩০ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।  পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম জয়ন্ত দাস। বাড়ি, বিরাটিতে। তাঁর বিরুদ্ধে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী। তাঁর দাবি, জয়ন্তের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে সহবাসও করেন ওই যুবক। অভিযোগকারী এখন অন্তঃস্বত্ত্বা। কিন্তু বিয়ে রাজি নন জয়ন্ত।

আরও পড়ুন:  Mandarmani Director Kidnap: প্রযোজকের সঙ্গে ঝামেলা, মন্দারমণিতে শুটিং স্পট থেকে পরিচালককে অপহরণ! শেষে…ভয়ংকর চাঞ্চল্যকর ঘটনা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version