অয়ন ঘোষাল: ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সম্পূর্ণ পথে কবে পরিষেবা শুরু হবে, তা এখনও অনিশ্চিত। তবে ওই মেট্রো পরিচালনার ভার বেসরকারি হাতে তুলে দেওয়া নিয়ে ফের জল্পনা উস্কে উঠেছে। আগামী ৩১ জুলাই ওই মেট্রোর পরিচালন সংক্রান্ত ব্যবস্থা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনার দরপত্র খোলা হবে বলে মেট্রো সূত্রের খবর। আগে বিষয়টি নিয়ে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন আগ্রহ দেখিয়েছিল। এ বারও তারাই অন্যতম আগ্রহী সংস্থা বলে খবর।

দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড একটি স্বশাসিত সংস্থা। লাভ-ক্ষতির হিসেবের ভিত্তিতে তারা দেশের বিভিন্ন শহর ছাড়াও বিদেশি কিছু শহরে মেট্রো নির্মাণ ও পরিচালনা ক্ষেত্রের নানা সমস্যার সমাধান সংক্রান্ত পরিষেবা দিচ্ছে। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই কলকাতা মেট্রোর শীর্ষ কর্তাদের একাংশ বিষয়টি নিয়ে বিশেষ আগ্রহী। কিন্তু কর্মী ইউনিয়ন এ নিয়ে আপত্তি তোলায় বিষয়টি সাময়িক ভাবে থমকে যায়। ইস্ট-ওয়েস্টে পুরো পথে পরিষেবা শুরু হলে যাত্রী-সংখ্যা এখনকার তুলনায় বহুলাংশে বৃদ্ধি পাবে। ফলে, প্রযুক্তিগতভাবে উন্নত, সম্ভাবনাময় মেট্রো কেন বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে, সেই প্রশ্ন রয়েছে। কয়েক মাস আগে বেসরকারিকরণ নিয়ে ভিন্ন মত পোষণ করায় পার্ক স্ট্রিটে মেট্রো ভবনের এক শীর্ষ আধিকারিককে বদলি করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যথেষ্ট কর্মীর অভাবে রক্ষণাবেক্ষণের কাজ ঠিকঠাক না হওয়ার সমস্যা রয়েছে। উন্নত মেট্রো হলেও বিভিন্ন স্টেশন পরিচ্ছন্ন রাখার কাজে খামতি রয়েছে বলে অভিযোগ। এই অবস্থায় বেসরকারিকরণ সংক্রান্ত দরপত্র খোলার খবরে মেট্রোর অভ্যন্তরে শ্রমিক সংগঠনগুলির মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মেট্রোর বাম কর্মী সংগঠন আপত্তির কথা আগেই জানিয়েছিল। কলকাতা মেট্রোর প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি শুভাশিস সেনগুপ্ত বলেন, ‘‘বেসরকারিকরণ নিয়ে বিরোধিতা থিতিয়ে যেতেই মেট্রো কর্তৃপক্ষ আবার এ নিয়ে মাঠে নেমেছেন। মেট্রোর আর্থিক স্বাস্থ্য ছাড়াও কর্মীদের কথা মাথায় রেখে ওই প্রয়াসের সব রকম বিরোধিতা করা হবে।’’ যদিও, মেট্রো কর্তৃপক্ষের দাবি, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে দক্ষ পরিচালনার স্বার্থে সব রকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন, Thunderstorm and Rain rampage: ‘১ সেকেন্ডের’ দানব ঝড়! প্রবল বৃষ্টির মধ্যেই… তাণ্ডবে তছনছ গোটা গ্রাম…

আরও পড়ুন, Accident on National Highway: আতঙ্কের জাতীয় সড়ক! বাইকের পিছনে এবার বেপরোয়া গাড়ির ধাক্কা, বাড়ি ফেরা হল না ২ তরুণের..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version