জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা টেলিভিশন জগতে নন ফিকশন শোয়ের দারুণ রমরমা। বিভিন্ন চ্যানেলে তাই দর্শকের মনোরঞ্জনের জন্য আসে নিত্য নতুন শো। এই তালিকায় জায়গা করে নিয়েছে সান বাংলার নতুন শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। প্রথম সিজনের সাফল্যের পর শুরু হয়েছে সিজন ২। ২০০পর্ব পার করে ফেলেছে এই শো। সামনেই সিজন ২-এর মাসিক ফিনালে, সেখানেই উপস্থিত থাকবেন  এই সময়কার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। 

আরও পড়ুন- Shakib Khan-Bubly: আমেরিকায় ছুটির মেজাজে শাকিব-বুবলী! বদলাচ্ছে সমীকরণ?

জুলাই মাসের ফিনালেতে এসে স্বাভাবিকভাবে খুশি মনামী। তিনি বলেন, “এই শো-এ আসতে পেরে খুব ভাল লাগছে। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। আর শো-টা বেশ মজার। সবাই খেলতে পারবেন,কঠিন নয় একেবারেই। এত মা লক্ষ্মীদের পেয়ে আমার সত্যিই লক্ষ্মীলাভ হল।  সুদীপ্তাদি পুরো জমিয়ে রেখেছে শো-টিকে। সুদীপ্তাদি আমার দিদির মত, আমাকে আদর করে ‘বাচ্চা সিং’ বলে ডাকে।  এই শো-তে এসে অনেকদিন পর সুদীপ্তাদির সঙ্গে দেখা হল। সব মিলিয়ে খুব ভাল লাগছে।”

সিজন ২-এর মাসিক ফিনালে হাসি-খেলায়-মজায় ভরপুর। ফিনালের বিজয়িনী পাবেন ২লাখ টাকা। সঙ্গে থাকছে লক্ষ্মীদের জীবন সংগ্রামের গল্প। সেইসব গল্প শুনবেন মনামী। শুধু শুনবেন না গল্প, থাকছে মনামীর নাচের পারফরম্যান্স।  মাঝে মাঝে লাখ টাকার লক্ষ্মীলাভে খেলতে আসেন এক ঝাঁক তারকারা। গল্প,আড্ডায় জমে ওঠে তারকাদের নিয়ে এই পর্ব। এবার থাকবেন মনামী। 

আরও পড়ুন- Mamata Banerjee on Prosenjit Chatterjee: তৃণমূলস্তরে সিনেমাকে পৌঁছে দিতে বড় উদ্যোগ প্রসেনজিতের, পরিকল্পনায় খুশি মুখ্যমন্ত্রী…

প্রসঙ্গত, বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন অডিশনের মাধ্যমে। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ চারটে রাউন্ডে খেলা হয়। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকছে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকছে এক লক্ষ টাকার নগদ পুরস্কার।  প্রতি পর্বে তিনজন করে মহিলা প্রতিযোগী থাকেন। কাউকেই খালি হাতে ফিরতে হয় না।  সিজন ২ তে রয়েছে কিছু নতুন খেলা। আরও অনেক মজা। “টাকার খনি”, “বল ফেলতে টাকা কুলো” এমন সব মজার খেলা সিজন ২ তে দর্শক দেখছেন। গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ৩১ জুলাই সন্ধে ৬ টায় সান বাংলায় দেখা যাবে এই ফিনালে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version