চম্পক দত্ত:  ভোটগ্রহণ শেষ। ফলাফল ঘোষণা হতেই কখনও শোনা গেল ইনক্লাব জিন্দাবাদ স্লোগান, তো কখনও  ‘জয় শ্রী রাম’! তাহলে জিতল কারা? পশ্চিম মেদিনীপুরের দাসপুর চক সুলতান মেহনতী সমবায় সমিতির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠা পেল ‘প্রগতিশীল সমবায় বাঁচাও সমিতি’। খাতাই খুলতে পারল না তৃণমূল। 

আরও পড়ুন:  Purulia: মাত্র ১১ ছাত্র, একজনই অতিথি শিক্ষক! ‘নিষ্প্রাণ’ স্কুলই সন্ধে নামলে মদ-জুয়ার ঠেকে সরগরম…

পশ্চিম মেদিনীপুরের দাসপুর ২ নম্বর ব্লকের  চকসুলতান মেহনতী কৃষাণ সমবায় সমিতি। বিজেপির সঙ্গে জোট করে এবারও ক্ষমতা ধরে রাখল সেই বামেরাই। ৪১ আসনের এই সমবায় সমিতিতে ৪১ আসনেই জিতলেন প্রগতিশীল সমবায় বাঁচাও সমিতি’-র প্রার্থীরা। ৩৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তৃণমূল। কিন্তু একটিতে জিততে পারল না তারা। 

স্থানীয় তৃণমূল নেতা অরবিন্দ হালদারের অবশ্য দাবি, ‘ভোটার লিস্ট তৈরি করে রেখে দিয়েছিল যাতে সিপিএম বা বিজেপি ছাড়া কেউ আসতে পারবে না। ভোটার লিস্ট যেমন তৈরি করেছে, তেমনিই হয়েছে। আমাদের দুঃখও নেই, কষ্টও নেই। আমরা জানি, যেভাবে ঘরে ঘরে মেম্বার তৈরি করে রেখেছে। সেক্ষেত্রে ওরা তো জিতবেই’। বলেন, ‘ভোটার লিস্ট কারচুপি হয়েছে, আমরা জানিয়েছি।  ৪১ ডেলিগেটের নির্বাচন হয়েছে। কিন্তু  ৮০ জন ডেলিগেট হওয়া কথা।  আমরা কিন্তু হাইকোর্টে যাব’।

চকসুলতান মেহনতী কৃষাণ সমবায় সমিতিতে ভোটার  ২ হাজার ৫০ জন। সকালে আদালতের নির্দেশে নজিরবিহীন নিরাপত্তায় চলে ভোটগ্রহণ পর্ব।   মোতায়েন করা হয় সশস্ত্র পুলিসবাহিনী। ভোট চলাকালীন রীতিমতো বাইকে চেপে এলাকায় টহল দেন পুলিসকর্মীরা। বসানো হয়েছিল ১৫ সিসিটিভি ক্যামেরা।

আরও পড়ুন:  Bankura Horror: ঘুমন্ত অবস্থায় একরত্তিকে বালিশ চাপা দিয়ে খু*ন ‘গুণধর’ বাবার! মা জানত সবই…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version