জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: কবে হবে মাস্টার প্ল্য়ান? ফের বানভাসি গোটা এলাকা। ‘মানবিক’ সাংসদ দেব। আগামীকাল, বুধবার ঘাটালে যাচ্ছেন তিনি। ত্রাণ বিলি-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর।

আরও পড়ুন:  Anubrata Mondal: কামব্যাক কেষ্ট-র! মঞ্চেই খোশমেজাজে কোর কমিটির কনভেনর….

ঘাটালে দেব

বেলা ১২,৩০- এসডিও অফিসে প্রশাসনিক বৈঠক
বেলা ১.৩০-ঘাটাল কলেজে জিবি বৈঠক
বিকেল ৩টে-বীরসিংহ গ্রামে বিদ্য়াসাগরের মূর্তি মাল্যদান ও বৃক্ষরোপণ
বিকেল ৩.৩০- শ্য়ামসুন্দরপুরে ত্রাণ বিতরণ।

এদিকে লাগাতার বৃষ্টিতে ফের নদীগুলিতে জল বাড়ছে। ডুবেছে ঘাটাল। বিস্তীর্ণ এলাকা জলের তলায়। চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। জল পেরিয়ে জরুরি প্রয়োজনে যাতায়াতে ভরসা একমাত্র ডিঙি ও নৌকা। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে প্লাবিত এলাকায় চলছে মেডিক্যাল ক্যাম্প, ত্রাণ শিবির, জলের ট্যাঙ্ক পাঠিয়ে পানীয় জল সরবরাহ করছে ঘাটাল পুরসভা।

বর্ষার প্রথম ভয়াবহ বন্যায় চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীর একাধিক বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে। নদীর জল আরও বাড়লে ভাঙা বাঁধ দিয়ে সহজে জল ঢুকে প্লাবিত হওয়ার আশঙ্কায় চন্দ্রকোণার নদীতীর এলাকার বাসিন্দারা। তবে চন্দ্রকোণায় বন্যা পরিস্থিতি না হলেও ঘাটাল বাদেও প্লাবিত দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েত-সহ বেশকিছু এলাকা, জল বাড়ছে দাসপুরের নদীতেও। চলতি বর্ষার একমাসও হয়নি তারই মাঝে পরপর তিনটি বন্যার সম্মুখীন ঘাটালবাসী। কৃষি কাজ থেকে জনজীবন বিপর্যস্ত প্লাবিত এলাকায়, পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে সকলে। 

আরও পড়ুন:  Chicken Supply Disruption: ব্রয়লার চিকেনের গাড়ি বন্ধ করে দেবেন মুরগি ব্যবসায়ীরা? কেন? কী হবে, তা হলে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version