দিব্যন্দু সরকার: গোঘাটের প্রত্যন্ত এলাকার এক প্রাইমারি স্কুলে (Primary School) প্রধান শিক্ষকের অভিনব প্র‍য়াস। খুদে খুদে ছাত্রছাত্রীদের নিয়েই তৈরি করলেন “স্টুডেন্টস ব্যাংক” (Student Bank)। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের ব্যাংকিং পরিষেবা শেখাতে এই প্রয়াস। ছাত্রছাত্রীরাই নিজেরাই ফর্ম পূরণ করছেন। কেউ ক্যাশিয়ার হয়েছে, কেউ আবার রেজিস্ট্রার মেইন্টেন করে হিসেব রাখছেন। এই স্কুলেই তৈরি করা হয়েছে সামগ্রীর জিনিস পত্রর দোকান।

আরও পড়ুন, Paschim Medinipur Shocker: ফার্স্ট গার্ল! হস্টেলের বাথরুমে ঝু*লছে ক্লাস ইলেভেনের মেয়ে…পরিবারের চাঞ্চল্যকর অভিযোগ…

আবার সেখান থেকে ছাত্রছাত্রীরা লোন নিয়েও পড়াশোনার সামগ্রী কিনে নিতে পারবেন। আসলে বাইরের খাবার বন্ধ করতে, অর্থ সঞ্চয় ও তাদের মধ্যে ব্যাংকিং পরিষেবার ধারণা আনতেই প্রধান শিক্ষকের এই প্রয়াস। গোঘাটের গোপীনাথপুর প্রাইমারি স্কুলের এই প্রয়াসে অত্যন্ত খুশি অভিভাবকেরা। গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর। চারধারে ঘন জঙ্গলে ঘেরা এই গ্রাম। আর এখানেই অবস্থিত এই প্রাইমারি স্কুলটি। বেশিরভাগ দরিদ্র পরিবার। জন মজুরখাটা, তপশীলি জাতি ভুক্ত পরিবারের ছেলে মেয়েরাই এই স্কুলে পড়াশোনা করে।

কিন্তু কেন স্কুলেই এই ব্যাংক তৈরি। রীতিমতো ক্যাশ বাক্স, রেজিস্ট্রার খাতা, পাশ বই, জমা দেওয়া বা তোলার ফর্ম আছে। প্রধান শিক্ষক সুমন নায়েকের বক্তব্য, আসলে দেখুন, এখনও অনেকেই ব্যাংকে গেলেও সঠিকভাবে ফর্ম পূরণ করতে পারেন না। তাই অপরের ওপর ভরসা করতে হয়। কখন কে একটু লিখে দেবে। তাই সেই অবস্থা ও ভয় কাটাতে স্কুলে শুরু হয়েছে ব্যাংকিং পরিষেবা। কেউ ক্যাশিয়ারের পদে দায়িত্ব সামলাচ্ছে তো। কেউ স্ট্যাম্প মেরে দিচ্ছে। কেউ বা একে অপরকে সহযোগিতা করছে। ফর্ম পূরণ করছে নিজেরাই।

আবার কারোর কোন কিছু আটকে গেলে ছাত্র ছাত্রীরাই তাদের সহযোগিতা করে। হ্যাঁ, এরা সকলেই কিন্তু প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রী। আবার কারোর পকেটে পয়সা না থাকলে সে ব্যাংক থেকে লোন নিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারবে। না বাইরের কোনও দোকান থেকে নয়। স্কুলেই তৈরি করা হয়েছে স্টোর রুম। কিন্তু ব্যাংক খোলার সময় কখন। পড়াশোনার পাশাপাশি প্রত্যহ বেলা দেড়টা থেকে আড়াইটে পর্যন্ত এই ব্যাংক খোলা থাকে। মিড ডে মিল খাওয়ার পরেই খোলে এই ব্যাংক। আর তাতেই খুশি ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, এমনকি শিক্ষক শিক্ষিকারাও।

আরও পড়ুন, Bengal Weather: ঘূর্ণাবর্তের ফলা! নিম্নচাপের জের, মুষলধারা বৃষ্টিতে ভাসবে কলকাতা থেকে জেলা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version