জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে (England vs India 2025) আপাতত ১-২ ব্যবধানে পিছিয়ে ভারত। আগামিকাল অর্থাত্ বৃহস্পতিবার থেকে ওভালে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট শুভারম্ভ। এই টেস্ট জিতলেই শুভমন গিলরা (Shubman Gill) কিন্তু অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি (Anderson-Tendulkar Trophy) ২-২ করে ভারতে ফিরতে পারবে। এখন প্রশ্ন ওভালে কি বল হাতে আগুন জ্বালতে দেখা যাবে বিশ্বের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। ওভাল কি দেখবে বুম..বুম…ম্যাজিক?
বুমরাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত!
ইএসপিএনক্রিকইনফোর রিপোর্ট বলছে যে, বিসিসিআই মেডিক্যাল টিম কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। ওভালে বুমরাকে ছাড়াই প্রথম একাদশ বেছে নেবে ভারত! বুমরার দীর্ঘমেয়াদী সম্ভাবনার কথা মাথায় রেখেই বিসিসিআই-কে কড়া হতে হয়েছে। বুমরাকে পিঠের চোট বারবার কাবু করেছে। বিসিসিআই তাই চাইছে, বুমরার উপর কোনও চাপ না দিতে। বুমরার কেরিয়ারের কথা ভেবেই বোর্ড তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। বুমরার বিকল্প নাকি বেছে নিয়েছে ভারত।
আরও পড়ুন: ‘আমার নামে করে দিস’! মোহনবাগান রত্ন পেয়ে আবেগি টুটু, জানালেন মৃত্যুর পরে দুই ইচ্ছা
আগেই ঠিক ছিল
সিরিজ শুরুর আগেই, হেড কোচ গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছিল যে, পাঁচ টেস্টের মধ্যে মাত্র তিনটি টেস্টেই খেলবেন বুমরা। কারণ তার বেশি চাপ বুমরার শরীর নিতে পারবে না। শেষবার যখন বুমরা অস্ট্রেলিয়ায় তার শরীর নিয়ে ঝুঁকি নিয়েছিল, তখন তাঁর পিঠের চোট আরও বেড়ে গিয়েছিল। এরপর এরকম কোনও চাপ নিলে হিতের বিপরীত হতে পারে! বুমরা প্রথম, তৃতীয় ও চতুর্থ টেস্ট খেলেছেন।
গুঞ্জনও ভরপুর
এত কিছুর পরেও গুঞ্জন ছিল যে, ওভালে বুমরা ভারতকে সিরিজ জেতাতে সাহায্য করতে চলেছেন। সর্বোপরি, ম্যানঞ্চেস্টারে চতুর্থ টেস্টের চতুর্থ দিনের সকাল থেকে তিনি কোনও বোলিংই করেননি। কিন্তু দেখা যায় যে, মাত্র তিন দিনের বিরতি, সম্ভবত প্রাণহীন ওভাল পিচে এবং কাজের চাপের কারণে ভারত বুমরাকে খেলানোর ঝুঁকি নিতে নারাজ।
সীতাংশু কোটাক
বুমরার অংশগ্রহণের সম্ভাবনা যদিও উড়িয়ে দেননি ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তিনি খেলার দু’দিন আগে বলেছিলেন, ‘বুমরা এখন তার যোগ্যতা অনুযায়ী চাপ নিতে ফিট। গত ম্যাচে ও এক ইনিংস বল করেছিল। আমাদের হেড কোচ, ফিজিও এবং অধিনায়ক আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বুমরাকে নিয়ে কোনও আলোচনা হয়নি’
বুমরার বিকল্প কে হবেন? সিরাজের কী আপডেট?
কুঁচকির চোটের কারণে চতুর্থ টেস্ট খেলতে না পারা আকাশ দীপ এখন পুরো ফিট হয়ে প্রথম একাদশে ফিরতে চলেছেন। এজবাস্টনে বল হাতে ভারতের নায়ক ছিলেন বাংলার হয়ে খেলা বিহারি পেসার আকাশ দীপ। তিনি ১০ উইকেট তুলে ইতিহাস লিখেছিলেন। অর্শদীপ সিংয়েরও টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। আনশূল কাম্বোজের জায়গায় তিনি আসবেন। অন্যদিকে মহম্মদ সিরাজের টানা পঞ্চম টেস্ট খেলা প্রায় নিশ্চিত।
আরও পড়ুন: অবিশ্বাস্য! ৯৩ বছরে এই প্রথম! ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের অকল্পনীয় ইতিহাস…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)