কমলাক্ষ ভট্টাচার্য-চম্পক দত্ত: সম্প্রতি দেবকে (Dev) নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি নেতা দেবকে নিকম্মা বলেও আক্রমণ করেন। বুধবার ঘাটালে (Ghatal) পা রেখেই দিলীপ ঘোষকে জবাব দিলেন দেব।
সম্প্রতি বিজেপি নেতা বলেন, ‘দেব ভালো ছেলে! কিন্তু নিকম্মা ভালো ছেলে! আমার ছেলে কোন কাজে নেই। কার চাপে সে রাজনীতি করছে? কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোঁকা দিচ্ছে। দম থাকলে রিজাইন করে দেখাও। মেদিনীপুরের লোকেদের মেরুদণ্ড থাকে তারা চামচাগিরি করে না। দেবকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। গোরু পাচারের টাকা নিয়ে তাকে যে ডাকা হয়েছিল সেটা তৃণমূলের লোকেরাই ষড়যন্ত্র করে করিয়েছিল। দেবকে বলা হয় তুমি ভোটে না দাঁড়ালে তোমার সিনেমা বন্ধ করে দেব। প্রোডাকশন বন্ধ করে দেব। আর সেই কারণেই বাধ্য হয়ে যাচ্ছে।’ চোরেদের কাছে মাথা নত করোনা, দেবকে পরামর্শ দিলীপ ঘোষের।
বুধবার ঘাটালে পা রেখেই সাংসদ দেব বলেন, “দিলীপ বাবুকে আমার খুব ভাল লাগে। সামনে কথা বলেন। পেছনে ছুরি মারেন না। দিলীপ বাবু খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন। তাই কাউকে তো ওনাকে ঢিল মারতে হবে। আর আমি সফট টার্গেট। তবে রাজনীতিতে কাউকে আক্রমন না করলে ওঠা যায়না। তবে দিলীপ বাবু সোজা কথা বলার সাহস রাখেন। আমি দিলীপ বাবুকে শ্রদ্ধা করি। এমন রাজনীতিবিদ থাকা উচিত। আমি দিলীপ বাবুকে ফোন করে জেনে নেব, মানুষের জন্য কাজ করতে আমাকে কী করতে হবে”।
এদিন ঘাটালের বন্যা প্রসঙ্গে ফের দিলীপ ঘোষ বলেন, “বন্যার কোনো পরিবর্তন করতে পারলেন না, ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায়। একজন অসফল সাংসদ অসফল রাজনৈতিক নেতা ঘাটালের লোক তাকে নিজের ছেলে বলে ভোট দিয়েছিলেন আর তিনি সবাইকে ধোঁকা দিয়েছেন”।
পাশাপাশি এদিন দেবের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, “আমি কী করেছি খড়গপুর গিয়ে দেখে আসুন, মেদিনীপুর লোকসভা দেখুন, আমি এখানে দেখতে এসেছি দেব এখানে ১০/১২ বছরে কি করেছে। দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়েনা।একজন অসফল সাংসদকে টার্গেট করলে আমার কী লাভ হবে । আর দিলীপ ঘোষকে টার্গেট করে অনেকে ইমেজ তৈরি করে। বিজেপি সরকারে এলে তবেই হবে ঘাটাল মাস্টার প্ল্যান”।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)