অনুপ দাস: তিন বছরের শিশু কন্যাকে যৌন নিগ্রহ (Physical Assult) ও ধর্ষণ করার অভিযোগ উঠল নদিয়ার পলাশিপাড়া থানা এলাকার এক গ্রামে। এই ঘটনায় প্রতিবেশী পনেরো বছরের ও চোদ্দ বছরের দুই কিশোরকে আটক করেছে পুলিস। বুধবার তাদের কৃষ্ণনগর পকসো আদালতে নিয়ে যাওয়া হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত সোমবার বাড়ির সামনে খেলছিল তিন বছরের শিশু কন্যা। প্রতিবেশী পনেরো বছর বয়সী এক কিশোর তাকে খেলা করাবে বলে তার বাড়িতে নিয়ে যায়।
সেখানে আর এক কিশোরও উপস্থিত ছিল। অভিযোগ, এরপর খেলার ছলে শিশুটির যৌনাঙ্গ স্পর্শ করে। শুধু তাই নয়, এরপর শিশুটিকে ধর্ষণ করে বলেও অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে। পুলিস আরও জানায় এই ঘটনার পর শিশুটির গোপনাঙ্গ থেকে রক্তপাত শুরু হয়। কাঁদতে কাঁদতে বাড়ি যায় সে। তার শারীরিক অবস্থা দেখে শিশুটির পরিবার উৎকণ্ঠায় পড়ে যায়। দেরি না করে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা করায় শিশুটির।
এরপর ঘটনার কথা সবটা জানার পর মঙ্গলবার থানায় দুই কিশোরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে শিশুটির পরিবার। বুধবার তাদের গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিস। উল্লেখ্য, কিছুমাস আগেই পুতুলের কাপড় সংগ্রহ করতে গিয়ে দর্জির লালসার শিকার ৭ বছরের নাবালিকা। অভিযোগ পেতেই গ্রেফতার অভিযুক্ত হয় দর্জি। পুতুল খেলার জন্য দর্জির কাছে অপ্রয়োজনীয় কাপড়ের টুকরো সংগ্রহ করতে গিয়েছিল সেই নাবালিকা।
সাত বছরের ওই কিশোরীর ধর্ষণের অভিযোগ পেতেই অভিযুক্ত দর্জিকে গ্রেফতার করে পুলিস। ঘটনাটি ঘটে বাঁকুড়ার ছাতনা থানা এলাকায়। অভিযুক্তর ফাঁসির দাবিতে সরব হয় নাবালিকার পরিবার। অন্যদিকে, সাড়ে তিন বছরের শিশুকন্যাকে একা পেয়ে ধর্ষণ করে যুবক। মাস তিনেক আগের সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি অভিযুক্ত ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। তারপরই বিষয়টি জানতে পেরে থানার দ্বারস্থ নির্যাতিতার পরিবার। অভিযোগ পেতেই পুলিস গ্রেফতার করে অভিযুক্তকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)