জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের সর্বকালের অন্যতম সেরা টেনিস সুপারস্টার সানিয়া মির্জা (Sania Mirza’s Bengali Thali)। ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি কোর্ট দাপিয়েছেন। প্রাক্তন ডাবলস ১ নম্বর তারকা তাঁর কেরিয়ারে ছ’টি মেজর জিতেছেন। ৩টি মহিলা ডাবলস এবং ৩টি মিক্সড ডাবলস জিতেছেন হায়দরাবাদের সুন্দরী। সানিয়া বরাবরই বাঙালি খাবার ভালোবাসেন। আর এবার সানিয়ার পাতে একেবারে ১৫ পদের বাঙালি থালি! (Sania Mirza’s Bengali Thali)

সানিয়ার ইনস্টাগ্রাম পোস্ট

সানিয়া এই মুহূর্তে দুবাইয়ে ফিরেছেন। ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। বাবা ইমরান মির্জাও রয়ছেন ছবিতে। সানিয়া ছবিতে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘কয়েকদিন ঝড়ের মতো কাটিয়ে নিজের ঘাঁটিতে এলাম।’ সানিয়া ১০টি পয়েন্টার দিয়েছেন ছবির সঙ্গে যাতে সকলের বুঝতে সুবিধা হয়। লিখেছেন- ১) দুবাই, ২) জীবনের প্রধান পুরুষের সঙ্গে, ৩) যখন পনিটেল ঠিকঠাক হয়, ৪) দ্বিতীয় বাড়ি – আমার প্রিয় হুডিতে বিমানবন্দরে। ৫)  ক্যান্ডিড হোক বা নন ক্যান্ডিড, ৬) টিম লাঞ্চ, ৭) টিম ওয়ার্ক যখন স্বপ্নকে বাস্তবে রূপ দেয়, ৮) অনুপ্রাণিত এবং অনুপ্রেরণাদায়ক, ৯) খাবার আমার আনন্দের জায়গা, ১০) খাবারের ঠিক পরেই যেখানে গিয়েছিলাম…

সানিয়ার ১৫ পদের বাঙালি থালি

সানিয়ার থালিতে ছিল- লুচি, বেগুন ভাজা, ভাত-ডাল, দু’রকম সবজি, তপসে ফ্রাই, সর্ষে ইলিশ, চিংড়ির মালাইকারি, পাঁঠার মাংস, কাজু-কিসমিস দিয়ে বাসন্তী পোলাও, ভেটকি পাতুরি, রসলামালই, দই-চাটনি…

ভারতীয় টেনিসের গ্ল্যাম গার্ল খেলার কারণেই নয়, ব্যক্তিগত কারণেও বারবার শিরোনামে এসেছেন। মূলত তাঁর বৈবাহিক জীবন নিয়ে এতগুলো বছরে বিস্তর চর্চা হয়েছে। সম্প্রতি তিনি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন বলেও খবর হয়েছিল। 

আরও পড়ুন: ওভালে ফয়সালা! ডু-অর-ডাই ম্যাচে বুমরা আদৌ খেলবেন? চলে এল মেডিক্যাল টিমের বিরাট আপডেট

সানিয়া-শোয়েব

২০১০ সালে সানিয়ার সঙ্গে বিয়ে করেছিলেন প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিক। তবে ১২ বছরের সম্পর্ক ভেঙে যায়। ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক বরাবরই উঁচু তারেই বাঁধা। কিন্তু দুই দেশের সম্পর্কের চাপানোতোড় কোনও সমস্যা করেনি সানিয়া-শোয়েবের বিয়েতে। ২০১৮ সালে সানিয়া-শোয়েবের ঘর আলো করে আসে ইজহান। যদিও সানিয়ার আগে শোয়েব, আয়েশা সিদ্দিকি নামে এক মহিলার সঙ্গে বিয়ে করেছিলেন বলেই জানা যায়। যদিও এই বিয়ে নিয়ে তর্ক-বিতর্ক রয়েছে।

সানিয়ার ডিভোর্স

সানিয়ার সঙ্গে ডিভোর্সের পরই শোয়েব বিয়ে করেন পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে। সানিয়া-শোয়েবের বিয়ে ভাঙার কারণ ছিলেন যদিও শোয়েবই। শোয়েবের জীবনে একাধিক মহিলার উপস্থিতি। যা রীতিমতো ক্লান্ত করে দিয়েছিল সানিয়াকে। আর ঠিক সেই কারণেই এক সন্তান থাকা সত্ত্বেও বিচ্ছেদের পথেই হেঁটেছিলেন তারাঁ।   

সানিয়ার বিয়ের গুঞ্জন

গত বছর জুন মাসে শোনা গিয়েছিল যে, সানিয়া আর ভারতীয় দলের স্টার পেসার মহম্মদ শামি নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। সানিয়া-শামির বিয়ের গুঞ্জনে ময়দান একেবারে সরগরম হয়েছিল! যদিও পরে জানা যায় যে, এই খবর একেবারেই গুজব! সম্প্রতি শোনা যাচ্ছে সানিয়া নাকি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্র নাকি টলিউড স্টার? অর্থাত্‍ তেলগু ইন্ডাস্ট্রিরই কেউ। যদিও এই বিষয়ে এর বেশি কোনও খবরই পাওয়া যায়নি। অনেকে মনে করছেন এই খবরও নিছকই গুজব।  

আরও পড়ুন: অবিশ্বাস্য! ৯৩ বছরে এই প্রথম! ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের অকল্পনীয় ইতিহাস…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version