জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেকনিশিয়ান পরিচয় দিয়ে একের পর এক সরকারি হাসপাতাল থেকে দামী দামী যন্ত্রাংশ চুরি করেও শেষ রক্ষা হলনা, সোনারপুর থেকে গ্রেফতার দুস্কৃতি
নিজেকে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি মেরামত করার টেকনিশিয়ান পরিচয় দিয়ে একের পর এক সরকারি হাসপাতালের যন্ত্রাংশ চুরি করে অবশেষে পুলিসের জালে। বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালে বেশ কিছু যন্ত্রাংশ চুরি যেতেই বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে পেশাদার এক চোরকে গ্রেফতার করল বিষ্ণুপুর থানার পুলিস। পুলিস জানিয়েছে ধৃতের নাম সমীর মন্ডল।
গত ৩ এপ্রিল বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালের তরফে বিষ্ণুপুর থানায় একটি চুরির লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে দাবি করা হয় ১ এপ্রিল নিজেকে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি মেরামত করার টেকনিশিয়ান দাবি করে এক ব্যক্তি স্ত্রী ও প্রসুতি বিভাগে প্রবেশ করে অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত দামী দামী যন্ত্রপাতির যন্ত্রাংশ চুরি করে গা ঢাকা দিয়েছে।
হাসপাতালের তরফে এমন অভিযোগ পেতেই নড়েচড়ে বসে বিষ্ণুপুর থানার পুলিশ। তদন্তে নেমে বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে চোরকে চিহ্নিত করার কাজ শুরু করে পুলিস। পরে চোরের পরিচয় নিশ্চিত হতেই গতকাল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কাছে চৌহাটি রাজপুর বাজারে হানা দিয়ে সমীর মন্ডল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিস। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে একসময় ওই ব্যক্তি অপারেশান থিয়েটারে ব্যবহৃত অত্যন্ত দামী ল্যাপারোস্কোপি যন্ত্র মেরামতির কাজ করত। সেই সুবাদে ওই যন্ত্র সম্পর্কে সম্যক ধারণা রয়েছে ওই ব্যক্তির।
সম্প্রতি সমীর মন্ডল সেই কাজ ছেড়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ওই যন্ত্রের বিভিন্ন অংশ চুরিতে হাত পাকায়। জিজ্ঞাসাবাদের মুখে ধৃত স্বীকার করেছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে চুরির আগে ডোমকল, ঝাড়গ্রাম, কালনা ও কান্দি থানা এলাকার সরকারি হাসপাতালে একই কায়দায় সে চিকিৎসা ও অস্ত্রোপচারের বিভিন্ন যন্ত্র থেকে যন্ত্রাংশ চুরি করে তা চোরাই বাজারে বিক্রি করেছে। এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এ ব্যাপারে আরো বিশদে জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিস।
আরও পড়ুন: Bankura: বাঁকুড়ার বিভীষিকা! অন্ধকার গলিতে আনমনে হাঁটছে দশের বালিকা, আচমকা মুখ চেপে গায়ে নোংরা হাত…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)