বিমল বসু: প্রেমে বাধা পরিবারের অপমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা নাবালিকার। আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি নাবালিকা। এই ঘটনায় হিঙ্গলগঞ্জের সাণ্ডেলবিল এলাকায় চাঞ্চল্য।

জানা গিয়েছে, ২২ বছরের যুবকের সঙ্গে নাবালিকা মেয়ের সম্পর্ক মানতে পারিনি পরিবার। সেই প্রেমে বাধা দিলে অপমানে আত্মহত্যার চেষ্টা বছর ১৪-এর নাবালিকার। ঘটনাটি উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ থানার সান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর সান্ডেলেরবিলের। পরিবার সূত্রে জানা যায়, বছর চোদ্দোর সুপর্না মুন্ডার সঙ্গে এক বছর আগে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে হাসনাবাদ থানার কালীতলার বাসিন্দা বছর ২২ এর যুবক কার্তিক প্রামাণিকের। জানা গিয়েছে, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও মেয়েকে উত্ত্যক্ত করার অপরাধে ওই যুবকের বিরুদ্ধে হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।

আরও পড়ুন:Bengal Weather Update: দক্ষিণে বৃষ্টি কমবে, তাপমাত্রা বাড়বে! উত্তরে দুর্যোগের অশনি সংকেত…আবহাওয়ার বড় আপডেট…

গতকাল সন্ধ্যায় ওই যুবক পুনরায় সুপর্ণা মুন্ডার বাড়ি গেলে পরিবারের লোকেদের সঙ্গে তার বচসা বাঁধে। স্থানীয় বাসিন্দারা তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে অপমানে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালিকা। তাকে উদ্ধার করে প্রথমে সাণ্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার শারিরীক অবস্থার  অবনতি হলে রাতে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পর পরিবারে মধ্যে আতঙ্কের সৃষ্টি তৈরি হয়েছে।

আরও পড়ুন:Pune: জিমে ব্যায়াম করার পর জল খাচ্ছিলেন! তারপর ঘুরে দাঁড়াতেই ধপ করে পড়তেই শেষ…

উল্লেখ্য, গতকাল মাত্র ২৬ বছরে চরম সিদ্ধান্ত এক ছাত্রী। ডিনারের পর নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ। জানা গিয়েছে, ২৬ বছরের রুচি উত্তরপ্রদেশের আমরোহার দেহরা মিলাক গ্রামের বাসিন্দা। রুচি প্রশিক্ষণপ্রাপ্ত স্নাতক শিক্ষক (টিজিটি) পরীক্ষা সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে ডিনার করার রুচি নিজের ঘরে চলে যায়। শুক্রবার বেলা গড়ালে রুচির কোনও সাড়া না পেলে পরিবারের লোকেরা তার ঘরে যায়। দরজায় কড়া নাড়লে কোনও সাড়া দেয়নি রুচি। জানলা দিয়ে দেখলে সবাই দেখতে পায় গলায় দড়ি দিয়ে ঝুলছে তাদের মেয়ে। হাতের তালুতে লেখা সুইসাইড নোট।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version