জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ‘মুর্খতার কোনও বিকল্প হয় না’। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিলেন ভাষাবিদ পবিত্র সরকার। বিজেপির বিরুদ্ধে সোচ্চার অভিনেতা কৌশিক সেন, পরিচালক অনীক দত্তও।

আরও পড়ুন:  Kolkata Metro: কল্পবিজ্ঞান নয়, বাস্তব! চালক ছাড়াই এবার গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো…

পবিত্র বলেন, ‘আমি এই ধরণে অশিক্ষিত কথাবার্তা, একজন আইটি সেলের প্রধান বলবেন, আশা করিনি। বিজেপি যদি আশা করে থাকে যে, বাংলার তাঁরা ভোটে জিতবেন, তাহলে তাঁদের কোনও প্রতিযোগী বা শক্রর দরকার হবে না। অমিত মালব্যের মতো লোকেরাই বিজেপির ভরাডুবির জন্য দায়ী হবেন। বেশি কথা খরচ করাটাও অবান্তর’। 

কৌশিক সেনের মতে, ‘ভারতীয় জনতা পার্টি, আরএসএস, তাঁদের মতাদর্শ, যে পথে হাঁটছে। তাঁরা একটি বিশেষ ধর্মকে চিহ্নিত করছে। অনুপ্রবেশকে হাতিয়ার করে মানুষের কাছে একটা ধারনা তৈরি করতে চাইছে। যেহেতু অপারেশন সিঁদুর তারমধ্যে গোলযোগ পাওয়া যাচ্ছে। ভারতের অর্থনীতির অবস্থা ভালো নয়। ওরা যাকে পিতা সমান জ্ঞান করেন,সেই পিতা ট্রাম্প ওদের একদম পথে বসিয়ে দিয়েছেন। মানুষ প্রশ্ন করছে চাকবিবাকরি নিয়ে। এই সময়ে দাঁড়িয়ে যদি সংখ্যালঘু ও একটা বিশিষ্ট ভাষাকে টার্গেট করে, সংখ্যালঘুদের শায়েস্তা করা যায়, বার্তা যায়, তাঁদের সুবিধা হয়। নতুন কিছু নয়। অপরিষ্কার কিছু নয়। দুঃখজনক, টার্গেট যাঁরা হচ্ছে, তাঁরা একেবারেই গবীর মানুষ। খেটে খাওয়া মানুষ’।

কৌশিক বলেন, ‘ভাষার স্বাধীনতা, ভাষার মর্যাদা পরে, বড় কথা হচ্ছে পেটে টানে অন্য রাজ্যে কাজ করছেন, তাঁদের কাছে পরিচয় থাকলেও পুলিস হেনস্থা করছে। স্বাভাবিক একটা প্রতিক্রিয়া হবে। বিজেপির বিরাট ভুল। ভুলটা যখন বুঝতে পারবে, তখন অনেক দেরি হয়ে গিয়েছে’।

বিজেপিকে ‘অশিক্ষিতের দল’ দল  বলে কটাক্ষ করেছেন পরিচালক অনীক দত্ত। তিনি বলেন, ‘তাহলে গুজরাতি বলেও কোনও ভাষা নেই। মারাঠি বলেও কোনও ভাষা নেই। তালিম, তেলেগু বলেও কোনও ভাষা নেই। আমি জানি না, বাংলাদেশে রাষ্ট্রীয় ভাষা বাংলাদেশি বলে কিনা, ওরা। নিশ্চয়ই বলে না। বাংলা বা বেঙ্গলি ইংরেজিতে, যেটা আমরা জেনে এসেছি’।

অনীকের কথায়, ‘ভারতে বোধহয় দ্বিতীয় সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা, হিন্দির পর। হিন্দিটা জাতীয় ভাষা নয়। রবীন্দ্রনাথ এমনভাবে লিখেছিলেন, বিন্দ হিমাচল, যমুনা গঙ্গাও বলতে পারি। আবার বৃন্দে হিমাচল যমুনা, গঙ্গাও বলতে পারি। দুটো একইরকম শোনায়। কিন্তু বাংলা বলে ভাষা নেই!  নেহাত মূর্খ না হলে এই ধরনের কথা বলে না’। 

আরও পড়ুন:  Mamata Banerjee: ‘ গতবছরের তুলনায় ১১ গুণ বেশি জল ছেড়ে DVC বাংলাকে ডুবিয়েছে…’

ঘটনাটি ঠিক কী? বাংলা বললেই ‘বাংলাদেশি’! এই বিতর্কের মাঝেই এবার বংলা ভাষার অস্তিত্বই মুছে ফেলার চেষ্টা করল দিল্লি পুলিস। আট বাংলাভাষি মানুষকে গ্রেফতার সম্পর্কিত একটি চিঠিতে দিল্লি পুলিসের তরফে লেখা হয়েছে, ওই ৮ বাংলাদেশিকে উপযুক্ত পাসপোর্ট ও ভিসা না থাকার কারণে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয়পত্র যে ‘বাংলাদেশি’ ভাষায় লেখা রয়েছে তা হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করা প্রয়োজন। রবীন্দ্রনাথের ভাষাকে বাংলাদেশি ভাষা বলায় তীব্র প্রতিবাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিসের আধিকারিকের সাসপেনশনের দাবি করলেন অভিষেক। 

এক্স হ্য়ান্ডেলে অমিত মালব্য লিখেছেন,  ‘বাংলা বলে কোনও ভাষা নেই। জন গণ মন, মূলত ব্রাহ্ম স্তোত্র হিসেবে রচিত। জন গণ মণ সংস্কৃত বাংলায় লেখা হয়েছিল’। তাঁর দাবি, ‘দিল্লি পুলিস অনুপ্রবেশকারীদের ভাষাকে বাংলাদেশি বলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিক্রিয়া দিয়েছেন, তা শুধু বিভ্রান্তিকরই নয়, বিপজ্জনকভাবে উসকানিমূলকও’। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version