জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোট থেকে বড় সকলেই মগ্ন সিনেমা দেখতে। জায়েন্ট স্ক্রিনে চলছে ‘মহাঅবতার নরসিমহা'(Mahavatar Narsimha)। দর্শকরা যখন সিনেমাতে বুঁদ, আচমকাই ঘটল ভয়ংকর দুর্ঘটনা। সিনেমা হলের ছাদ হঠাত্ই হুড়মুড়িয়ে ধসে পড়ল। দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।
আরও পড়ুন:Delhi: একলা ঘরে ১০ ঘণ্টা নাগাড়ে গেমিং! সন্ধেবেলা বাবা-মা ফিরে দেখলেন দশের ছেলে ওড়নার ফাঁসে…
জানা গিয়েছে, রবিবার রাতে গুয়াহাটির একটি পিভিআর (PVR) মাল্টিপ্লেক্সে এই ঘটনা ঘটে। দর্শকরা যখন ছবিতে মগ্ন ছিলেন, তখন হঠাৎ করে হলের ফলস সিলিংয়ের একাংশ ভেঙে তাঁদের ওপর পড়ে যায়, ফলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার ভিডিয়ো ও ছবি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
Ceiling Collapse at #Guwahati @_PVRCinemas.During Movie Screening, 3 Injured Including Children.Sudden mishap triggered panic among audience as fragments of ceiling fell on heads of 3 people including children. At time of incident, film #narsimhaavatar was being screened#injury pic.twitter.com/SrrWIp8A4d
— Nikita Sareen (@NikitaS_Live) August 4, 2025
ভিডিয়োতে দেখা গিয়েছে, ভেঙে পড়া ফলস সিলিং ও কাঁচের টুকরো হলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দর্শকরা তীব্র আতঙ্কিত হয়ে নিজেদের আসন ছেড়ে উঠে গিয়েছেন। এবং এমনকী অনেকেই বিভ্রান্ত হয়ে হলের পাশের করিডোরে দাঁড়িয়ে পড়েছেন।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই সিনেমা বন্ধ করে দেওয়া হয় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জানা গিয়েছে, দর্শকদের মধ্যে তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে।
সিনেমা হলের কর্মীরা দ্রুত দর্শকদের নিরাপদে হল থেকে বেরিয়ে যেতে সাহায্য করেন। বর্তমানে হলটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে পরিদর্শন চলছে। এই ঘটনার পর হলটির নিরাপত্তা ব্যবস্থা এবং কাঠামোগত দুর্বলতা কেন ঘটল-তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। যে মলে সিনেমা হলটি অবস্থিত, সেই মল কর্তৃপক্ষ এবং পিভিআর সিনেমাস এখনও পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
অন্যদিকে, মহাঅবতার নরসিমহা ছবিটি অপ্রত্যাশিতভাবে হিট হয়েছে। মুক্তির ১০ দিন পার হলেও অ্যানিমেটেড এই ছবির জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। রবিবার একাই ছবিটি প্রায় ১৩.৪০ কোটি টাকা আয় করেছে। এর ফলে ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ৮১.২৫ কোটি টাকায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)