প্রসেনজিৎ মালাকার: একলব্য মডেল স্কুলে র্যাগিং কাণ্ড। সহপাঠীদের মারধরে আশঙ্কাজনক দশম শ্রেণির ছাত্র। স্কুল চত্বরে বিক্ষোভ ফেটে পড়লেন অভিভাবকরা। বীরভূমের বোলপুর থানার কাকুটিয়া গ্রামের একলব্য মডেল রেসিডেনসিয়াল স্কুলে র্যাগিংয়ের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, দশম শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধর করেছে তারই সহপাঠী সহ আরও কয়েকজন। বর্তমানে ওই ছাত্র আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। যেখানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওই ছাত্রের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুলে র্যাগিংয়ের পরিবেশ বিরাজমান। অভিযুক্ত সহপাঠী সহ আরও কয়েকজন ছাত্র নিয়মিতভাবে সহপাঠীদের ও নিচু শ্রেণির ছাত্রদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনও গা করেনি।
ঘটনার সূত্রপাত ২৮ জুলাই। ক্লাস চলাকালীন বেঞ্চে বসা নিয়ে অভিযুক্তের সঙ্গে আহত ছাত্রের বচসা বাধে। অভিযোগ, সেই রাতেই হোস্টেলে ওই ছাত্রকে নির্মমভাবে মারধর করা হয়। অভিযোগ, চাঞ্চল্যকরভাবে সেই ঘটনার পরও স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রের পরিবারকে কিছু জানায়নি। অন্য অভিভাবকদের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে, সোমবার বহু অভিভাবক স্কুলে হাজির হয়ে বিক্ষোভ দেখান। স্কুলের গেট ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা।
বিক্ষোভরত অভিভাবকরা প্রিন্সিপাল সুপ্রিয় সাধু এবং অন্যান্য শিক্ষাকর্মীদের অপসারণের দাবিতে সরব হয়েছেন। তাঁদের ক্ষোভ, এত বড় একটি ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করেছে। বর্তমানে ওই একলব্য মডেল স্কুলে সমস্ত রকম পঠন-পাঠন বন্ধ। পুলিস ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
প্রশাসন সক্রিয় হয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই ঘটনায় কোনওরকম কোনও মন্তব্য করেনি। তবে স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এই ঘটনায়। অভিভাবকদের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্কুলে র্যাগিং রোধে কড়া ব্যবস্থা নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)