জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রাবণ মাস (Swan Month) মানেই তা ভক্তদের কাছে গুরুত্বপূর্ণ, কেননা, তা শিবের মাস (Month of Lord Shiva)। প্রতি শ্রাবণমাসের ক্ষেত্রেই ঘটনাটা এরকম। এ সময়ে সকলেই জানতে চান, কী করলে শিবের কৃপা পাওয়া যাবে। কীসে সবচেয়ে তুষ্ট হন শিব। এবারের শাওন মাসের (Sawan 2025) ছবিটাও এক। তবে, এবারে একেবারে অন্যরকম একটা বিষয় ঘটল– প্রেমানন্দ মহারাজ শাওন মাস ও স্বয়ং শিবজিকে নিয়ে নানা কথা বললেন ভক্তদের। 

আরও পড়ুন: Is ChatGPT Harming Students: চ্যাটজিপিটি বিরাট ক্ষতি করে দিচ্ছে পড়ুয়ার মস্তিষ্কের? গবেষণা কী বলছে জানলে আঁতকে উঠবেন…

কী বললেন প্রেমানন্দ?

এক ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে প্রশ্ন করেছিলেন, কোন মন্ত্রে শিব সবচেয়ে বেশি তুষ্ট হন? মহারাজ বললেন, ‘শাম্ব সদাশিব, শাম্ব সদাশিব, শাম্ব সদাশিব, শাম্ব সদাশিব’– এই মন্ত্র জপ করে গেলেই তুষ্ট হন মহাদেব। এই নামের মধ্যেই উমা ও মহাদেবের উল্লেখ আছে। এটি কেবল এক মন্ত্র নয়, তার চেয়েও বেশি কিছু। 

শিবভক্ত প্রেমানন্দ

প্রেমানন্দজি এরপর শিবের সঙ্গে তাঁর সাধনজীবনের যোগের কথাও উল্লেখ করেন। কীভাবে তিনি কাশীতে দীর্ঘদিন বসে সাধনা করেছেন। কীভাবে শিবের ধ্যান ও জপের সঙ্গে জড়িয়ে গিয়েছে তাঁর অন্তর্লীন সাধনজগৎ, কীভাবে কাশীতে থাকতে-থাকতেই তিনি বৃন্দাবনে আসার প্রেরণা পান– এসবই তিনি খুব আবেগকম্পিত ও মর্মস্পর্শীভাবে সেদিন বলেছিলেন। 

দিনতারিখতিথিনক্ষত্র

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের শুরু আগামী ১৮ জুলাই থেকে। তবে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হয় ১৬ জুলাই থেকে। শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হয় ২১ জুলাই। দ্বিতীয় সোমবার ২৮ জুলাই, তৃতীয় সোমবার ৪ অগস্ট এবং চতুর্থ তথা শেষ সোমবার ১১ অগস্ট। শ্রাবণ মাস শেষ হবে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এরও কিছুদিন পরে– ১৭ অগস্ট। শ্রাবণ শেষ হওয়ার ঠিক আগের দিন, ১৬ অগস্ট পালিত হবে জন্মাষ্টমী।

শ্রাবণ সোমবার

গোটা শাওন মাসই খুব পবিত্র। তবে ভক্তের মনে বিশেষ স্থান পায় সোমবার। এর মধ্যে আবার প্রথম সোমবার তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে ২১ জুলাই। ২১ জুলাই দিনটি এমনিতেই খুব ভিড়ভাট্টার দিন, অন্তত বাংলার প্রেক্ষিতে রাজনৈতিক ভাবেও খুব গুরুত্বপূর্ণ। তা, এমন একটা দিনে প্রথম সোমবার পড়েছে এবারে। 

আরও পড়ুন: Saturn’s Mahadasha: শনির ১৯ বছরের অভিশপ্ত মহাদশাতেও কোন রাশির জাতকেরা বড়ঠাকুরের বিপুল কৃপায় নির্বিঘ্ন থাকেন, জানেন?

শ্রাবণ সোমবারে মহাদেবের জলাভিষেক

এর মধ্যে আবার শ্রাবণ সোমবারে মহাদেবের জলাভিষেক খুব গুরুত্বপূর্ণ। কোন কোন জিনিস দিয়ে শ্রাবণ সোমবারে মহাদেবের অভিষেক করবেন, জানেন?

শিবলিঙ্গে জল দিন! জল ঢালার সময়ে তাতে দুধ-চিনি মিশিয়ে নিলে ভালো ফল মেলে

সুগন্ধী মিশ্রিত জল দিয়েও শ্রাবণের সোমবারে শিবলিঙ্গের অভিষেক করা যেতে পারে। এতে রোগের আশঙ্কা দূর হবে

আখের রস দিয়ে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়

শ্রাবণ সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে তুষ্ট হন মহাদেব
এর ফলে তিনি ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন

শ্রাবণের প্রতি সোমবারে ঘি ও মধু দিয়ে মহাদেবের অভিষেক করা খুব শুভ

সর্ষের তেল দিয়েও শিবলিঙ্গের অভিষেক করা যেতে পারে, এতে শত্রুনাশ হয়। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version