অর্ণবাংশু নিয়োগী: যে পুজো কমিটিগুলি গতবছর নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যের দেওয়া অনুদানের হিসাব পেশ করেছিল তারাই এ বছর অনুদান পাবেন। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যারা Utilization Certificate দেয়নি তারা এবছর অনুদান পাওয়ার যোগ্য নয়। সাফ জানালেন বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আগের নির্দেশ মেনেই এবছরও পুজো কমিটিগুলিকে Utilization Certificate জমা দিতে হবে। তবে বাকি পুজো কমিটিগুলিকে অনুদান দিতে কোনো বাধা নেই। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন, Kolkata Metro: ফ্লাইট, ট্রেনের পর এবার লাগেজ বিধি মেট্রোতেও? কত কেজি অনুমোদিত?

এই বিষয়ে রাজ্যের বক্তব্য, গত বছর কলকাতা পুলিস এলাকায় ২৮৭৬ টি পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছিল। প্রত্যেকে হিসাব বা Utilization Certificate দিয়েছে। জেলা পুলিসের তরফ থেকে ৪১৭৯৯ টি চেক তৈরি ছিল। ৪১৭৯৫ টি পুজো কমিটি এই অনুদান গ্রহণ করেছে। ৪১৭৯২ টি পুজো কমিটি হিসাব দিয়েছে। শিলিগুড়ির ৩ টি পুজো কমিটি Utilization Certificate দেয়নি।

আরও পড়ুন, Kolkata Bar Dancer Death: আনন্দপুরে বার ডান্সারের রহস্যমৃ*ত্যু…হোটেলের ঘরে পুরুষ সঙ্গীর সঙ্গে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version