জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা? ২০২৪-২৫ অর্থবছরের জন্য আইটিআর দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। কিন্তু সেই সময়সীমা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে করদাতা, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা সরকারকে নির্ধারিত তারিখ বাড়ানোর জন্য অনুরোধ করছেন। ফলে কোটি কোটি করদাতার মনে এখন একটাই প্রশ্ন, ২০২৪-২৫ অর্থবছরের রিটার্ন দাখিলের সময়সীমা আরও বাড়ানো হবে কিনা? সরকার কি ডেডলাইন বাড়াচ্ছে?
উল্লেখ্য, এর আগে আইটিআর জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ জুলাই। আয়কর দফতর মে মাসেই তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করে। এখন যেহেতু সেই সময়সীমাও শেষ হয়ে আসছে, করদাতারা তাই আবারও সময় বাড়ানোর আশা করছেন। কারণ লক্ষ লক্ষ আইটিআর ফাইলার এখনও রিটার্ন দাখিলের জন্য অপেক্ষা করছেন বলে খবর। যদিও সরকার এখনও এই বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেনি, যে আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বরের পর আরও বাড়ানো হবে কিনা।
আয়কর বিভাগের ওয়েবসাইট অনুসারে, এখন পর্যন্ত ৫ কোটিরও বেশি আইটিআর দাখিল করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সরকার আইটিআর ফাইলের সময়সীমা আরও বাড়াবে কি বাড়াবে না, সেজন্য করদাতাদের কোনও অবস্থাতেই অপেক্ষা করা উচিত নয়। কারণ সময়সীমা মিস করলে ২৩৪(F) ধারার অধীনে জরিমানা হতে পারে। রিফান্ডও বিলম্বিত হতে পারে। অতএব আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত, নিরাপদ থাকার সবচেয়ে ভালো উপায় হল যত তাড়াতাড়ি সম্ভব আপনার আইটিআর দাখিল সম্পূর্ণ করা।
আরও পড়ুন, SIR Breaking: শুধু আধার থাকলেই আপনি বাংলার ভোটার নন! বাংলায় SIR নিয়ে বড় আপডেট…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)