জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘কে, কী, কেন কিসের জন্য বলছে, আমার কোনও ধারনা নেই’। রঘু ডাকাত বিতর্কে এবার কুণাল ঘোষকে পাল্টা জবাব দিলেন দেব। তাঁর সাফ কথা, ‘উত্তর না দেওয়াটাই সবচেয়ে বড় উত্তর। আজকেই কাউকে উত্তর দিতে চাই না। সাফল্য কথা বলে। আমরা সবাই জানি’।
দেব জানান, ‘মুখ্যমন্ত্রী আমাকে পরশু দিন ফোন করলেন। বললেন, আমি শুনেছি, তোমাকে এরকম বলেছে, ওরকম বলেছে। দিদিকে একটাই কথা বললাম, আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। ছোটখাটো ব্যাপারে আপনি ঢুকবেন না। ছেড়ে দিন। তেমন কিছু হলে আমিই আপনাকে ফোন করতাম। আমার মনে হয়নি’। বলেন, ‘আমি না নিজেকে খুব ভালো ট্রেনড করে নিয়েছি, আমার রাজনীতির জন্য। কুণালদা আমরা খুব কাছে মানুষ। কে, কী, কেন কিসের জন্য বলছে, আমার কোনও ধারনা নেই। যেটা আমার হাতে নেই। আমি ভাবব কেন’।
এবছর দেবের পুজোর ছবি রঘু ডাকাত। কিন্তু ছবি মুক্তির আগেই থেকে তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে দেবের বাগবিতন্ডা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় রঘু ডাকাত নিয়ে একে এক পোস্ট করেছেন কুণাল। পাল্টা জবাব দিয়েছেন দেব। কয়েক দিন নৈহাটির বড়মার মন্দিরে ছবি প্রমোশনে দিয়ে তিনি বলেছিলেন, ‘বন্ধু হতেও যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে। আর আমার শত্রু হতে যোগ্যতা লাগেই। কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না’।
আরও পড়ুন: Vijay-Rashmika Marriage: জল্পনাই হল সত্যি! বাগদান সারলেন রশ্মিকা-বিজয়, ফেব্রুয়ারিতেই বিয়ে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)