দেবব্রত ঘোষ: এটিএমে ‘ভুয়ো’ হেল্পলাইন নম্বর? অল্পের জন্য প্রতারণার হাত থেকে রক্ষা পেলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক।  সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিস। ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিতে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Hooghly: কানহার জঙ্গলে অ্যাডভেঞ্চারের খোঁজে গিয়ে ফিরছেন লাশ হয়ে, ভয়াবহ দুর্ঘটনায় সন্তান-সহ তিন শিক্ষিকা… হুগলিতে হাহাকার…

স্থানীয় সূত্রে খবর, বালি পুরসভার উলটোদিকে জি টি রোডের উপরে পাশাপাশি দুটি এটিএম। সেই এটিএম কাউন্টারের ভিতরেই নাকি ভুয়ো হেল্পলাইন নম্বর লিখে রেখেছিল দুষ্কৃতীরা! আজ, সোমবার সকালে যখন ওই এটিএম থেকে টাকা তুলতে যান এক ব্যক্তি, তখন কার্ডটি আটকে যায় মেশিনে। কিন্তু হেল্পলাইন নম্বরটি দেখে সন্দেহ হয় ওই ব্যক্তির। ফোন তো করেনইনি, বরং আশেপাশের লোকজনকে ডেকে বিষয়টি দেখান তিনি। এরপর খবর যায় বালি থানায় ও সংশ্লিষ্ট ব্যাঙ্কে।  দেখা যায়, এটিএম কাউন্টারে যে  হেল্পলাইন নম্বর লেখা রয়েছে, সেটা ভুয়ো। ফোন করলেই টাকা হাতিয়ে নিত জালিয়াতরা। আপাতত ওই দুটি এটিএমই বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে, একই কায়দায় জালিয়াতির ঘটনা ঘটেছিল হাওড়ার বাধাঘাট এলাকায়। টাকা তুলতে গিয়ে এটিএম কার্ডটি আটকে গিয়েছিল মেশিনেই। শেষে উপয়ান্তর না দেখে এটিএমে মেশিনের উপর হাতে লেখা হেল্পলাইন নম্বরে ফোন করেছিলেন গ্রাহক।  এরপরই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় টাকা! থানায় অভিযোগ দায়ের করা হয়। 

আরও পড়ুন:  Miracle Story: অবিশ্বাস্য! ‘দানব’ দামোদরে স্নানে নেমে জলের তোড়ে তলিয়ে গেলেন বৃদ্ধা! ৪৫ কিমি দূরে ভেসে উঠলেন ‘জ্যান্ত’…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version